এক্সপ্লোর
Om Parvat: প্রকৃতিই বরফ দিয়ে এই পর্বতের গায়ে লিখেছে এক পবিত্র শব্দ! বিশ্বাস নিয়ে ছুটে যান পর্যটকরা
Kailash: এ পর্বতে বরফ জমাট বাঁধে একটু অন্যভাবে। যা দূর থেকে দেখলে ভেসে ওঠে একটি শব্দ।
পাহাড়ের গায়ে প্রকৃতি সেখানে লিখে দেয় এই বিশেষ শব্দ
1/7

হিমালয়ে তো কত কিছুই এমন রয়েছে যার ব্যাখ্যা হয়না। কৈলাসের মত রহস্যময় পর্বত সারা পৃথিবীতে আর একটিও নেই। কারণ এই পর্বতকে ঘিরে যুগ যুগ ধরে আবর্তিত হয়ে আসছে রহস্যের কুয়াশা।
2/7

যেমন কৈলাস মানসসরোবরের পথে যেতে ওম পাহাড়। হিমালয়ের সারি সারি পর্বত চলে গিয়েছে। কত যে পর্বত তা গুণে শেষ করা দায়। ফলে সব পর্বতের কথা কেউ জানেনও না। কেউ খবরও রাখেন না।
Published at : 05 Mar 2023 08:18 AM (IST)
আরও দেখুন






















