এক্সপ্লোর
Kerala Landslide: ভোররাতে ভয়ঙ্কর ভূমিধস কেরলে, বাড়ছে মৃত্যু, সেনা সাহায্য চেয়ে আর্জি
Kerala Wayanad Landslide: ধসের তলায় শতাধিক মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা
এর মধ্যেই কেরলে বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর
1/8

কেরলের ওয়েনাড়ে প্রবল বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস। মৃত্যু হয়েছে ৩ শিশু-সহ ২৪ জনের। আহত ৭০ জন। ছবি সূত্র- পিটিআই
2/8

ধসের তলায় শতাধিক মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা। ওয়েনাড়ের পার্বত্য এলাকা মেপ্পাডিতে ধস নামে। ওয়েনাড়ে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি সূত্র- পিটিআই
3/8

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। শোকজ্ঞাপন করেছেন রাহুল গান্ধীও। ছবি সূত্র- পিটিআই
4/8

এই পরিস্থিতিতে এনডিআরএফ-এর একটি অতিরিক্ত দল ওয়েনাড়ে যাচ্ছে। কেরল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেএসডিএমএ) জানিয়েছে যে ক্ষতিগ্রস্ত এলাকায় ফায়ার ব্রিগেড এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) দল মোতায়েন করা হয়েছে। ছবি সূত্র- পিটিআই
5/8

ইতিমধ্যেই পিনারাই বিজয়ন সরকার বায়ুসেনার কাছে উদ্ধারকাজে সাহায্যর জন্য আর্জি জানিয়েছে। ছবি সূত্র- পিটিআই
6/8

মুখ্যমন্ত্রী ফেসবুক পোস্টে এই দুর্ঘটনার কথা তুলে ধরে জানিয়েছেন, উদ্ধারকাজে সাহায্য করার জন্য সুলুর থেকে ওয়ানড়ের উদ্দেশে রওনা দিয়েছে বায়ুসেনার দুটি হেলিকপ্টার। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মুন্ডাক্কাই থেকে দুর্গতদের যাতে এয়ারলিফট করা যায় সে চেষ্টা চলছে। ছবি সূত্র- পিটিআই
7/8

এদিকে এর মধ্যেই কেরলে বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মৌসম ভবনের তরফে জানান হয়েছে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছবি সূত্র- পিটিআই
8/8

গত কয়েকদিন ধরেই প্রবল বর্ষণে বিপর্যস্ত কেরলের একাধিক এলাকা। মাটি নরম হয়ে একাধিক জায়গায় ধস নামছে। একাধিক জায়গা রাস্তায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ছবি সূত্র- পিটিআই
Published at : 30 Jul 2024 10:59 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















