এক্সপ্লোর
Advertisement

Greek Orthodox Monk: বেঁচেছিলেন ৮২ বছর, অজ্ঞাত অবস্থাতেই মৃত্যু, জীবনে নারী দেখেনইনি এই সন্ন্যাসী
History: ছোট্ট থেকে জীবনের ৮২ বছর, জ্ঞান হওয়ার পর কোনও নারীকে চোখে দেখেননি এই সন্ন্যাসী। ছবি: পিক্সাবে

ছবি: পিক্সাবে।
1/10

মানুষ সমাজবদ্ধ প্রাণী, তাই পরস্পরকে নিয়েই চলতে হয়। নারী-পুরুষ-শিশু সবাইকে নিয়েই এই সমাজ। পরস্পরের স্বভাব, আচরণ সম্পর্কেও মোটামুটি ওয়াকিবহাল আমরা। কিন্তু এমন এক মানুষও ছিলেন, জীবিত থাকাকালীন নারীকে কখনও চোখে দেখেননি তিনি। কেমন দেখতে হয় নারীকে, টেরই পাননি। ছবি: ফ্রিপিক
2/10

রক্ষণশীল গ্রিক সমাজের সন্ন্যাসী ছিলেন মাইকেল তোলোতোস। ১৮৫৬ সালে জন্ম তাঁর। চার মাস বয়স যখন মারা যান মাইকেলের মা। মাইকেল মারা যান ১৯৩৮ সালে, ৮২ বছর বয়সে। জীবিতকালে কোনও নারীর দর্শন হয়নি তাঁর। ছবি: ফ্রিপিক
3/10

পরিবারের কোনও গ্রহণ না করায় ছোট্টবেলাতেই মনাস্ট্রির সিঁড়িতে কেউ বা কারা ফেলে যান মাইকেলকে। মাউন্ট আথোসের উপর অবস্থিত ছিল সেই মনাস্ট্রি। সেটিই মাইকেলের বাড়ি হয়ে ওঠে। ছবি: ফ্রিপিক
4/10

মনাস্ট্রির ওই চার দেওয়ালের মধ্যেই বেড়ে ওঠা মাইকেলের। সেখানেই ধর্মশিক্ষা লাভ। যতদিন জীবিত ছিলেন, মনাস্ট্রির বাইরে পা রাকেননি মাইকেল। মাউন্ট আথোসে কোনও মহিলা এবং পশুর প্রবেশাধিকার ছিল না। আজও সেই রীতিই চলছে সেখানে। ছবি: পিক্সাবে
5/10

ফলে জীবিতকালে কোনও নারীর দর্শন হয়নি মাইকেলের। চার দেওয়ালের মধ্যে, একলাই গোটা জীবন কাটে তাঁর। বাইরের জগতের সঙ্গে পরিচয় ঘটেনি কখনও। যখন মারা যান মাইকেল, মাউন্ট আথোসেই সমাধিস্থ করা হয় তাঁকে। নারীকে কেমন দেখতে, তা জানতে না পেরেই মারা যান মাইকেল। ছবি: ফ্রিপিক
6/10

শুধু নারীই নয়, গাড়ি, বিমানও জীবনে চোখে দেখেননি মাইকেল। সিনেমা কী বস্তু, জানতেনই না। যদিও রক্ষণশীল গ্রিক সন্ন্যাসীদের জীবন এমনই বলে জানা যায়। ছবি: পিক্সাবে
7/10

মাউন্ট আথোসকে গ্রিকরা অত্যন্ত পবিত্র স্থান বলে গন্য করেন। রক্ষণশীল খ্রিস্টানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই পর্বত। সেখানে ২০ জন সন্ন্যাসী থাকেন। ওই মনাস্ট্রি রক্ষণশীল ইক্যুমেনিক্যাল পেট্রিয়ার্ক অফ কনস্ট্যানটিনপোলের এক্তিয়ারের মধ্যে পড়ে। মাউন্ট আথোস একটি স্বতন্ত্র প্রদেশ হিসেবে চিহ্নিত গ্রিসে। ছবি: পিক্সাবে
8/10

নয় শতকে মাউন্ট আথোসে প্রথম পা রাখেন সন্ন্যাসীরা। বর্তমানে গ্রিস, রোমানিয়া, জর্জিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, রাশিয়া, আমেরিকা-সহ একাধিক দেশের প্রায় ২০০০ সন্ন্যাসী মাউন্ট আথোসেই বসবাস করেন। গোটা দুনিয়া থেকে তাঁরা বিচ্ছিন্ন। ছবি: পিক্সাবে
9/10

জানা যায়, মাউন্ট আথোসের ওই মনাস্ট্রিতে বিরল সব বই, প্রাচীন নথি, পুঁথি, শিল্পকর্ম গচ্ছিত রয়েছে, যা দুর্মূল্য। ১৯৮৮ সাল থেকে UNESCO ওয়র্ল্ড হেরিটেজ হিসেবেও স্বীকৃত মাউন্ট আথোস। ছবি: পিক্সাবে
10/10

কথিত রয়েছে, জিশু খ্রিস্টের জন্মের সময় তিন সন্ন্যাসী উপহারস্বরূপ তাঁকে যা প্রধান করেছিলেন, সেই উপহারও মাউন্ট আথোসের ওই মনাস্ট্রিতেই সংরক্ষিত রয়েছে। তবে মাইকেলই পৃথিবীর প্রথম পুরুষ, জ্ঞান হওয়ার পর যিনি নারীর দর্শনই পাননি কখনও। ছবি: পিক্সাবে
Published at : 28 Jan 2024 09:25 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
