এক্সপ্লোর
Durga Puja 2021: মহিলা পুরোহিতের হাতে দেবীবন্দনা, ৬৬ পল্লীতে পৌরহিত্য করছেন চার নারী

d1
1/9

প্রথামাফিক গতে বাঁধা নয়, ৬৬ পল্লীতে পুজোর সমস্ত আয়োজন করছেন মহিলা পুরোহিতরাই।
2/9

নন্দিনী ভৌমিকের তত্ত্বাবধানে চলছে আয়োজন ও পুজোপাঠ। এবছর ৬৬ পল্লীর পূজা পা দিল ৭১ বছরে।
3/9

শহরের একাধিক বিয়েতে দেখা গিয়েছে তাঁদের। এ বছর ৬৬ পল্লীর পাঁচ দিনের দুর্গাপুজোর গুরুদায়িত্ব তাঁদের।
4/9

এর জন্য বেশ কয়েক মাস ধরেই প্রস্তুতি নিয়েছেন তাঁরা। নন্দিনী ভৌমিকের সঙ্গে রয়েছেন রুমা রায়, সেমন্তী ব্যানার্জি ও পৌলমী চক্রবর্তী।
5/9

সনাতনী নিয়ম মেনে পুজোর সমস্ত আচার-অনুষ্ঠান হবে, আর এটাই এবারের থিম ৬৬ পল্লীর।
6/9

লেডি ব্রেবোর্ন কলেজের প্রাক্তন ছাত্রী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অতিথি অধ্যাপক নন্দিনী দেবী পৌরহিত্য করেন বহু ধর্মীয় অনুষ্ঠানেই।
7/9

যদিও নিত্যনতুন ছকভাঙা কনসেপ্ট সামনে এনে প্রতি বারই চমকে দেয় ৬৬ পল্লী।
8/9

মহিলা ঢাকিদের পরে এবার এই প্রথম দুর্গাপুজোয় পৌরহিত্য করবেন চার মহিলা পুরোহিত।
9/9

এর আগে অরিত্র মুখোপাধ্য়ায়ের পরিচালনায় 'ব্রক্ষ্মা জানেন গোপন কম্মটি' ছবিতে মহিলা পুরোহিতদের দেখান হয়েছিল।
Published at : 12 Oct 2021 09:24 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
