এক্সপ্লোর
Sister Nivedita library Pics: দর্শকদের জন্য খুলে দেওয়া হল নিবেদিতার স্মৃতি বিজড়িত বাসভবন
সিস্টার নিবেদিতার বাড়ি
1/9

১৬ নম্বর বোসপাড়া লেন। একদা এটাই ঠিকানা ছিল সিস্টার নিবেদিতার। ভারতে এসে মায়ের বাড়ির পাড়ায় এই ঠিকানাতেই ওঠেন সিস্টার। সিস্টারের স্মৃতিবিজড়িত সেই বাড়িতে এখন তৈরি হয়েছে সংগ্রহশালা। করোনাকালে দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল এই বাড়ি। আজ ফের সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল এই বাড়ি।
2/9

গত বছর ১৫ মার্চ উদ্বোধন হয় এই সংগ্রহশালা। আজ টিকিট কেটে সংগ্রহশালায় প্রবেশ করেন দর্শনার্থীরা। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এরপর শুধু শনি ও রবিবার খোলা থাকবে সংগ্রহশালা। প্রবেশের ক্ষেত্রে একাধিক করোনা বিধি মানতে হবে বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
Published at : 02 Mar 2021 12:01 AM (IST)
আরও দেখুন






















