এক্সপ্লোর
Chirag Paswan: ব্যর্থ অভিনেতা থেকে মোদি সরকারের ক্যাবিনেট মন্ত্রী, কেমন ছিল চিরাগ পাসোয়ানের যাত্রাপথ ?
Chirag Paswan: রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদির মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসোয়ান। একসময়ে হিন্দি সিনেমার ব্যর্থ অভিনেতা আজ কেন্দ্রীয় মন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চিরাগ পাসোয়ান (ছবি সৌজন্য- পিটিআই)
1/13

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিহারের হাজিপুর কেন্দ্র থেকে ৬ লক্ষ ১৪ হাজার ভোট পেয়ে জিতেছেন প্রয়াত রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ। আরজেডির ক্যান্ডিডেটকে এক লক্ষ ৭ হাজার ভোটে হারিয়ে বিহার তথা দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উত্থান হয়েছে তাঁর। (ছবি সৌজন্য- পিটিআই)
2/13

জীবনের শুরুতে অবশ্য এতটা সহজ ছিল না চিরাগ পাসোয়ানের পথ চলা। একযুগের বেশি আগে ২০১১ সালে বলিউডের একটি সিনেমা 'মিলে না মিলে হাম'-এ কঙ্গনা রানাওয়াতের বিপরীতে অভিনয় জীবন শুরু হয়েছিল তার। কিন্তু আসেনি সাফল্য।(ছবি সৌজন্য- পিটিআই)
Published at : 10 Jun 2024 04:57 PM (IST)
আরও দেখুন






















