এক্সপ্লোর
Chirag Paswan: ব্যর্থ অভিনেতা থেকে মোদি সরকারের ক্যাবিনেট মন্ত্রী, কেমন ছিল চিরাগ পাসোয়ানের যাত্রাপথ ?
Chirag Paswan: রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদির মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসোয়ান। একসময়ে হিন্দি সিনেমার ব্যর্থ অভিনেতা আজ কেন্দ্রীয় মন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চিরাগ পাসোয়ান (ছবি সৌজন্য- পিটিআই)
1/13

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিহারের হাজিপুর কেন্দ্র থেকে ৬ লক্ষ ১৪ হাজার ভোট পেয়ে জিতেছেন প্রয়াত রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ। আরজেডির ক্যান্ডিডেটকে এক লক্ষ ৭ হাজার ভোটে হারিয়ে বিহার তথা দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উত্থান হয়েছে তাঁর। (ছবি সৌজন্য- পিটিআই)
2/13

জীবনের শুরুতে অবশ্য এতটা সহজ ছিল না চিরাগ পাসোয়ানের পথ চলা। একযুগের বেশি আগে ২০১১ সালে বলিউডের একটি সিনেমা 'মিলে না মিলে হাম'-এ কঙ্গনা রানাওয়াতের বিপরীতে অভিনয় জীবন শুরু হয়েছিল তার। কিন্তু আসেনি সাফল্য।(ছবি সৌজন্য- পিটিআই)
3/13

তিন বছর বাদে ২০১৪ সালে বাবা রামবিলাস পাসোয়ানের গাইডেন্সে জামুই লোকসভা কেন্দ্র থেকে প্রথম জয়ী হয়েছিলেন চিরাগ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও ফের ওই কেন্দ্র থেকে ভোটে জেতেন তিনি। (ছবি সৌজন্য- পিটিআই)
4/13

কিন্তু, একসময়ে এনডিএ সরকারের মন্ত্রী থাকা রামবিলাস পাসোয়ানের মৃত্যুর পর দলের দায়িত্ব কাঁধে নেন তিনি। তারপর কয়েকমাস আগে বিজেপিকে সমর্থন করার বিষয় নিয়ে চিরাগের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় কাকা পশুপতি কুমারের সঙ্গে। যার ফলে দুভাগে ভাগ হয়েছে যায় লোক জনশক্তি পার্টি।(ছবি সৌজন্য- পিটিআই)
5/13

এরপরই বিজেপিকে সমর্থনের কথা পরিষ্কার করে দিয়ে প্রয়াত রামবিলাস পাসোয়ানের আট বার জেতা আসন হাজিপুর থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচন লড়ার সিদ্ধান্ত নেন চিরাগ। একসময়ে বিহারের দলিত সম্প্রদায়ের সবথেকে বড় নেতা রামবিলাস পাসোয়ানের জুতোতে পা গলিয়ে এবার বিহারে তাঁর নেতৃত্বে পাঁচটি আসনে নির্বাচনে লড়াই করে সবকটিতেই জয় হাসিল করে লোক জনশক্তি পার্টি। (ছবি সৌজন্য- পিটিআই)
6/13

২০২০ সালে রামবিলাস পাসোয়ানের মৃত্যুর পর কারা পশুপতি পারসের সঙ্গে পারিবারিক ও রাজনৈতিক লড়াই শুরু হয় তাঁর। দলের অন্দরে এই লড়াই চালনোর সঙ্গে সঙ্গে ২০২০ সালে অনুষ্ঠিত হওয়া বিহার বিধানসভা নির্বাচনে চিরাগের নেতৃত্বে একাই লড়াই করে লোক জনশক্তি পার্টি।(ছবি সৌজন্য- পিটিআই)
7/13

নীতীশ কুমারের জেডিইউ প্রার্থীদের যে সমস্ত আসনে প্রার্থী দিয়েছিল সেইসবগুলিতে প্রার্থী দিয়ে নীতীশ কুমারের দলের পারফর্মনেন্সকে প্রভাবিত করেছিলেন তিনি। ২০১৫ সালে বিহার বিধানসভার নির্বাচনে নীতীশ কুমারের দলের যেখানে ৭০টি আসন পেয়েছিল সেখানে চিরাগের বুদ্ধি ও পরিকল্পনায় ২০২০ সালে মাত্র ৪৩টি আসনে আটকে যায় নীতীশ কুমারের দল। (ছবি সৌজন্য- পিটিআই)
8/13

২০২০ সালের বিধানসভা নির্বাচনে চিরাগের নেতৃত্বে লোক জনশক্তি পার্টি ভালো ফল করার বিহারের একজন গুরুত্বপূর্ণ দলিত রাজনৈতিক নেতা হিসেবে উত্তরণ হয় চিরাগের। এরপর ২০২১ সালে চিরাগ ও তাঁর কাকার রাজনৈতিক রেষারেষির কারণে বিভক্ত হয় লোক জন পার্টি। সেই সময়ে পারসের সঙ্গে চিরাগের সঙ্গ ছেড়েছিলেন দলের ৬ জন সাংসদের পাঁচজনকে। সেই সময় মাত্র একজন সাংসদ চিরাগের সঙ্গে থাকলেও ছিল না কোনও বিধায়ক। (ছবি সৌজন্য- পিটিআই)
9/13

চিরাগকে ছেড়ে পশুপতি পারসকে সঙ্গে নিয়ে তাঁকে সেইসময় কেন্দ্রীয় মন্ত্রীও বানিয়েছিল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার। তখন চিরাগকে শুধু এনডিএ থেকে সরিয়ে দেওয়াই হয়নি দলের প্রতীক পেয়ে গেছিলেন তাঁর কাকা। (ছবি সৌজন্য- পিটিআই)
10/13

নিজের হাল ঠিক করতে এরপর বিহারজুড়ে আশীর্বাদ যাত্রা করেন চিরাগ। যার ফলে গোটা রাজ্যে তাঁর জনপ্রিয়তা বহুগুণ বৃদ্ধি পায়। যা দেখে চিরাগকে সসম্মানে ফের ২০২৩ সালে এনডিএতে স্বাগত জানায় বিজেপি। (ছবি সৌজন্য- পিটিআই)
11/13

আর লোকসভা নির্বাচনের আগে আসন ভাগাভাগির সময় চিরাগ যেগুলিতে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল। ফল প্রকাশের পর দেখা যায় হাজিপুর সহ সেই পাঁচটি আসন পারসকে সাইডলাইনে ফেলে জিতে নিয়েছেন রামবিলাস পাসোয়ানের ছেলে।(ছবি সৌজন্য- পিটিআই)
12/13

এবারের নির্বাচনে নিজের জামুই আসন ছেড়ে দিয়ে হাজিপুর থেকে লড়াই করতে নেমেছিলেন তিনি। ফলাফল প্রকাশ হওয়ার পর দেখা যায় সম্মানের এই লড়াই খুব সহজেই জিতে নিয়েছেন চিরাগ।(ছবি সৌজন্য- পিটিআই)
13/13

বাবার সত্যিকারের রাজনৈতিক উত্তরসূরি যে তিনি তা এবারের লোকসভাতেই প্রমাণ করে দিয়েছেন চিরাগ। যা তাঁকে যেমন তৃতীয় এনডিএ সরকারের মন্ত্রিসভায় স্থান পেতে সাহায্য করেছে তেমনি বিহারের নেতা থেকে উত্তোরণ ঘটিয়েছে জাতীয় স্তরে। (ছবি সৌজন্য- পিটিআই)
Published at : 10 Jun 2024 04:57 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
