এক্সপ্লোর
Most Expensive Weddings: অনন্ত-রাধিকা নন শুধু, বিয়েতে কোটি কোটি টাকা খরচ করেছেন এঁরাও...
Expensive Weddings: সারাজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার। কোটি কোটি টাকা খরচ করতে পিছপা হননি এঁরা।—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।
1/10

দেশের মাটিতে তো বটেই, বিদেশেও প্রাক বিবাহ উদযাপন সেরে এসেছেন। বিয়ের আগে আপাতত চলছে প্রাক বিবাহ আচারানুষ্ঠান। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান অনন্ত কাল ধরে চলছে বলে ইতিমধ্যেই বিরক্তি প্রকাশ করতে শুরু করেছেন নেটিজেনরা।
2/10

অনন্ত এবং রাধিকার প্রাক বিবাহ উদযাপনেই কোটি কোটি টাকা খরচের খতিয়ান সামনে এসেছে ইতিমধ্যেই। ভারতের অর্থনৈতিক অবস্থানের নিরিখে এত টাকা খরচ করে বিয়ে নিয়ে নাকও সিঁটকোচ্ছেন অনেকে। তবে অনন্ত এবং রাধিকাই নন শুধু, এর আগেও কোটি কোটি টাকা খরচ করে বিয়ে সেরেছেন শিল্পপতি থেকে বিখ্যাত মানুষজনেরা।
3/10

এই তালিকায় রয়েছেন মুকেশ আম্বানির একমাত্র কন্যা তথা অনন্ত আম্বানির দিদি ইশা আম্বানি। ২০১৮ সালে আনন্দ পিরামলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ইশা। তাঁদের বিয়ের আমন্ত্রণপত্র বাবদই ৯০ কোটি টাকা খরচ হয়েছিল বলে শোনা যায়। ইশা এবং আনন্দের বিয়েতে প্রায় ৭০০ কোটি টাকা খরচ হয়। বিয়েতে খাবার পরিবেশন করেন বলিউড তারকারা।
4/10

সাহারা কর্তা, প্রয়াত সুব্রত রায়ের দুই ছেলে, সুশান্ত এবং সীমান্ত রায়ের বিয়ে হয় একসঙ্গে, ২০০৪ সালে। তাঁদের বিয়েতে ১১ হাজারের বেশি অতিথি আমন্ত্রিত ছিলেন। সব মিলিয়ে প্রায় ৫৫৪ কোটি টাকা খরচ হয়।
5/10

প্রাক্তন রাজনীতিক তথা খনি-সম্রাট গলি জনার্দন রেড্ডির মেয়ে ব্রাহ্মণী রেড্ডি ২০১৬ সালে রাজীব রেড্ডিকে বিয়ে করেন। তাঁদের বিয়েতে ৫০ হাজার অতিথি সমাগম হয়। খরচ হয় প্রায় ৫০০ কোটি টাকা।
6/10

২০১৩ সালে স্পেনে সাতপাকে বাঁধা পড়েন স্টিল টাইকুন প্রমোদ মিত্তলের মেয়ে সৃষ্টি মিত্তল। ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার গুলরাজ বহেলকে বিয়ে করেন সৃষ্টি। তাঁদের বিয়েতেও প্রায় ৫০০ কোটি খরচ হয়।
7/10

শিল্পপতি লক্ষ্মী মিত্তলের মেয়ে বনিশা মিত্তল এবং অমিত ভাটিয়া ২০০৪ সালে সাতপাকে বাঁধা পড়েন। প্যারিসে তাঁদের বিয়ের আসর বসে। সবমিলিয়ে ২৪০ কোটি টাকার মতো খরচ হয়।
8/10

২০১৫ সালে সঞ্জয় হিন্দুজা প্রেমিকা অনু মাহতানিকে বিয়ে করেন। উদয়পুরে তাঁদের বিয়ের আসর বসে। জেনিফাল লোপেজের মতো শিল্পী পারফর্ম করেন সেখানে। খরচ হয় প্রায় ১৪০ কোটি টাকা।
9/10

Stallion গ্রুপের প্রতিষ্ঠাতা সুনীল বাসওয়ানির মেয়ে সোনম বাসওয়ানি ২০১৭ সালে ভিয়েনায় সাতপাকে বাঁধা পড়েন। বিয়ে করেন নবীন ফাবিয়ানিকে। তাঁদের বিয়েতে প্রায় ২১০ কোটি টাকা খরচ হয়।
10/10

২০১৭ সালে সকলকে কার্যত চমকে দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। একজন বলিউডের প্রথম সারির নায়িকা, তো অন্য জন ভারতীয় ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র। ইতালির লেক কোমোতে চারহাত এক হয় তাঁদের। খরচ পড়ে প্রায় ১০০ কোটি টাকা।
Published at : 10 Jul 2024 10:24 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
লাইফস্টাইল-এর
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
