এক্সপ্লোর
Most Expensive Weddings: অনন্ত-রাধিকা নন শুধু, বিয়েতে কোটি কোটি টাকা খরচ করেছেন এঁরাও...
Expensive Weddings: সারাজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার। কোটি কোটি টাকা খরচ করতে পিছপা হননি এঁরা।—ফাইল চিত্র।
—ফাইল চিত্র।
1/10

দেশের মাটিতে তো বটেই, বিদেশেও প্রাক বিবাহ উদযাপন সেরে এসেছেন। বিয়ের আগে আপাতত চলছে প্রাক বিবাহ আচারানুষ্ঠান। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান অনন্ত কাল ধরে চলছে বলে ইতিমধ্যেই বিরক্তি প্রকাশ করতে শুরু করেছেন নেটিজেনরা।
2/10

অনন্ত এবং রাধিকার প্রাক বিবাহ উদযাপনেই কোটি কোটি টাকা খরচের খতিয়ান সামনে এসেছে ইতিমধ্যেই। ভারতের অর্থনৈতিক অবস্থানের নিরিখে এত টাকা খরচ করে বিয়ে নিয়ে নাকও সিঁটকোচ্ছেন অনেকে। তবে অনন্ত এবং রাধিকাই নন শুধু, এর আগেও কোটি কোটি টাকা খরচ করে বিয়ে সেরেছেন শিল্পপতি থেকে বিখ্যাত মানুষজনেরা।
Published at : 10 Jul 2024 10:24 PM (IST)
আরও দেখুন






















