এক্সপ্লোর
Mysterious Pneumonia Outbreak in China: কোভিডের পর চিনে দাপট 'রহস্যজনক নিউমোনিয়ার', হাসপাতালে উপচে পড়ছে রোগী
China's Mystery Pneumonia:

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

কোভিডের পর এবার চিনে ত্রাস ছড়াচ্ছে রহস্যজনক নিউমোনিয়া। নতুন রোগকে বিশেষজ্ঞরা এমনটাই অ্যাখ্যা দিয়েছেন।
2/10

এই সংক্রমণের মূল শিকার হচ্ছে শিশুরা, তাই এই উদ্বেগ আরও বেড়েছে। সংক্রমণের জেরে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাও লাফিয়ে বাড়ছে।
3/10

চিনের এই নতুন সংক্রমণের দিকে নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য় সংস্থার তরফে চিনকে এই সংক্রমণের যাবতীয় তথ্য প্রকাশ করতে বলা হয়েছে। এই সংক্রমণের হার যাতে লাগামে থাকে তার জন্যও চিনকে দ্রুত যাবতীয় পদক্ষেপ করতে বলা হয়েছে।
4/10

প্রসঙ্গত উল্লেখ্য, ২২ নভেম্বর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি বিবৃতি জারি করেছিল। সেখানে চিনের সরকারের কাছ থেকে নিউমোনিয়া সংক্রান্ত যাবতীয় তথ্য চাওয়া হয়েছে।
5/10

কোভিড সংক্রমণও চিন থেকেই সারা বিশ্বে ছড়িয়েছে বলে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে চিন সরকার। ফের সেদেশেই এমন শ্বাসকষ্টজনিত সংক্রামক রোগের প্রকোপ বাড়তে থাকায় উদ্বেগ বেড়েছে।
6/10

এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী, চিনের বেজিং এবং লিয়াওনিংয়েই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানকার শিশু হাসপাতালগুলিতে দলে দলে রোগীভর্তি চলছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হওয়ায়, একাধিক স্কুল আপাতত বন্ধ রাখা হয়েছে।
7/10

স্কুলে পাঠরত শিশুরা পরস্পরের সান্নিধ্যে এসে অসুস্থ হয়ে পড়ছে বলেই এই সিদ্ধান্ত। এমনকি শিক্ষক-শিক্ষিকাদেরও অসুস্থ হয়ে পড়ার ঘটনা সামনে এসেছে, যার সঙ্গে কোভিডের সূচনাপর্বের মিল খুঁজে পাচ্ছেন অনেকেই।
8/10

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, দলে দলে শিশুরা এই রহস্যজনক রোগে আক্রান্ত হচ্ছে। এই রোগে এখনও পর্যন্ত যে উপসর্গগুলি চিহ্নিত করা হয়েছে, সেগুলি হল, জ্বর, ফুসফুসের প্রদাহ। কিন্তু ফ্লু হলে যেমন কাশি হয়, এক্ষেত্রে কাশি হচ্ছে না শিশুদের।
9/10

WHO-এর মতে, চিন সরকার দাবি করেছে, কোভিড-১৯ বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য এই সংক্রমণ লাফিয়ে বেড়েছে। স্বাস্থ্যক্ষেত্র আরও শক্তিশালী করার জন্য চিনের সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। এই পরিস্থিতি সামলে নেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বেশকিছু গাইডলাইন দেওয়া হয়েছে।
10/10

বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের গাইডলাইনে বলেছে ঠিক সময়ে টিকাকরণ প্রয়োজন। অসুস্থদের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। অসুস্থ থাকলে Self Isolation- বজায় রাখুন। প্রয়োজন হলে যাবতীয় পরীক্ষা এবং চিকিৎসা সংক্রান্ত সাহায্য নেওয়া উচিৎ। খোলা জায়গায় বেরোলে অবশ্য়ই মাস্ক পরতে হবে। কোভিডবিধি যা যা ছিল পালন করতে হবে।
Published at : 23 Nov 2023 07:12 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
