এক্সপ্লোর
Advertisement

Tourists Struck At Manali: প্রবল তুষারপাতে মানালিতে আটকে ৫০০-র বেশি পর্যটক, চলছে উদ্ধারকার্য

1/8

এদিকে, আগামী কয়েকদিন হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চলে প্রবল তুষারপাত ও সমতলে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
2/8

পাশাপাশি, ট্যাক্সি ও বাসে করে কুলাং থেকে পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই, আটকে পড়া পর্যটকদের সরানোর কাজ শুরু হয়েছে।
3/8

তিনি বলেন, উদ্ধারকার্যে ব্যবহৃত গাড়িগুলি গতকাল রাত ৮টায় ধুন্দিতে পৌঁছেছে। ত্রাণসামগ্রী নিয়ে উদ্ধারকারী দল সহ ২০টির মতো ৪x৪ রেসকিউ ভেহিকল্ পাঠানো হয়েছে।
4/8

মানালির মহকুমা শাসক রমণ ঘরসঙ্গী জানিয়েছেন, ট্যাক্সি ও বাসে করে পর্যটকদের ফিরিয়ে আনা হচ্ছে।
5/8

ফলে, পরিস্থিতি আরও জটিল আকার ধারন করেছে। এসবের মধ্য়েই আটকে পড়া পর্যটকদের উদ্ধারের কাজে নেমে পড়েছে প্রশাসন।
6/8

হিমাচল প্রদেশে প্রবল তুষারপাত। তার মধ্যেই শৈলশহরে গতকাল রাত থেকে হয়ে চলেছে বৃষ্টি।
7/8

জানা গিয়েছে, হিমাচল প্রদেশের কুলু জেলার মানালির সোলাং নালা ও অটল টানেলের দক্ষিণ প্রান্তের মধ্যবর্তী রাস্তায় আটকে পড়েছেন তাঁরা।
8/8

প্রবল তুষারপাতের জেরে হিমাচল প্রদেশের মানালিতে আটকে পড়েছেন প্রায় পাঁচশোর বেশি পর্যটক।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
