এক্সপ্লোর
Happy New Year 2022: কীভাবে কাটাবেন বছরের প্রথম দিন?
প্রতীকী ছবি
1/8

আজ ২০২১ সালের শেষ দিন। রাত পোহালেই নতুন বছর। প্রথম দিন কীভাবে কাটাবেন ঠিক করেছেন? ফের তাড়া করছে করোনা আতঙ্ক। এমন অবস্থায় বাড়িতে যদি নববর্ষ পালনের কথা ভেবে থাকেন তাহলে এই কয়েকটি জিনিস করতে পারেন প্রথম দিনে। রইল তালিকা।
2/8

বছরের শুরুর দিনে বাড়িতে বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে কাটান। রান্না করুন ভাল ভাল খাবার। প্রথম দিনে না হয় ডায়েটকে একটু পাশে সরিয়ে রাখলেন। বাকি বছরের ৩৬৪ দিন তো রইলই স্বাস্থ্যকর খাবারের জন্য। এদিন ভরপেট কার্বোহাইড্রেট, ডিম, মাংস যা প্রাণ চায় খেয়ে নিন। প্রথম দিন পেট শান্তি পেলে তবেই তো বাকি বছর কাটানোর এনার্জি পাবেন।
Published at : 31 Dec 2021 11:38 AM (IST)
আরও দেখুন


















