এক্সপ্লোর
Janmashtami: জন্মাষ্টমীর উৎসবে মাতোয়ারা লন্ডন, হাইকমিশনার দিলেন সম্প্রীতির বার্তা
জন্মাষ্টমীর উৎসবে মাতোয়ারা লন্ডন, হাইকমিশনার দিলেন সম্প্রীতির বার্তা
রঙিন সাজে সেজে উঠছে লন্ডনের পথ
1/7

সনাতন ধর্মে জন্মাষ্টমীর গুরুত্ব অপরিসীম। হিন্দু পঞ্জিকা মতে, প্রতি বছর ভাদ্র মাসের অষ্টমী তিথিতে এই উৎসব পালিত হয়। ভারতের পাশাপাশি লন্ডনও উদযাপনে মুখর।
2/7

সাউথহলে শ্রী রাম মন্দির আয়োজিত বার্ষিক জন্মাষ্টমী শোভাযাত্রায় উপস্থিত হাজার হাজার মানুষ।
3/7

রঙিন সাজে সেজে উঠছে লন্ডনের পথ। দেবতাসমারোহে সুসজ্জিত রথ নিয়েই উৎসবে মুখর প্রবাসীরা।
4/7

এই শোভাযাত্রার সূচনা করেন স্বামী জ্ঞানানন্দ মহারাজ।
5/7

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এই অনুষ্ঠানের সংগঠক এবং অংশগ্রহণকারীদের সঙ্গেও কথা বলেন তিনি। এলিং সাউথহল সংসদের সদস্য বীরেন্দ্র শর্মাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
6/7

কৃষ্ণের আবির্ভাব মাসে সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে বিশেষ শোভাযাত্রারও আয়োজন করা হয়েছিল।
7/7

প্রসঙ্গত, ভাদ্রমাসের কৃষ্ণা অষ্টমীতে দেবকীর অষ্টম গর্ভে মথুরার কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ৷ বিষ্ণুর নবম অবতার। দ্বাপরে কৃষ্ণ অবতারে ধরাধামে এসেছিলেন শ্রী বিষ্ণু। সেই পূণ্য তিথিতে দেশজুড়ে পালিত হয় জন্মাষ্টমী ৷ এবার বিদেশেও সেই উৎসব যাপন।
Published at : 04 Sep 2023 11:13 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























