এক্সপ্লোর
PM Modi At Kashmir : ভূস্বর্গে ঘরে ঘরে প্রধানমন্ত্রী, পছন্দ করে নিলেন পশমিনা শাল, দেখলেন আধুনিক চরকা
PM Modi Kashmir Visit কাশ্মীরি শিল্পীদের হাতে বোনা পশমিনা শাল জগৎ বিখ্যাত। প্রধানমন্ত্রী মোদিও একটি পশমিনা শাল কেনেন

ভূস্বর্গে প্রধানমন্ত্রী
1/8

৩৭০ ধারা বাতিলের পর প্রথমবার ভূস্বর্গে প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি বৃহস্পতিবার কাশ্মীরে গিয়ে পৌঁছন। উপত্যকার মানুষদের থেকে উষ্ণ অভ্যর্থনা পান তিনি।
2/8

এই সফরে নানা উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। একটি জনসভায় ভাষণও দেন। দেখা করেন স্থানীয় কারিগর ও শিল্পীদের সঙ্গে। কাশ্মীরও অপেক্ষা করছিল তাঁর জন্য উপহারের পসরা নিয়ে ।
3/8

মোদিকে নিয়ে গান বাঁধেন এক কাশ্মীরি শিল্পী। হস্তশিল্পীরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আনন্দে ডগমগ । শ্রীনগরে গিয়ে তিনি ঢুঁ মারেন স্থানীয় হস্তশিল্পীদের দোকানে।
4/8

কাশ্মীরি শিল্পীদের হাতে বোনা পশমিনা শাল জগৎ বিখ্যাত। প্রধানমন্ত্রী মোদিও একটি পশমিনা শাল কেনেন। একটি ন্যাশনাল মিডিয়াকে ওই দোকানের মালিক মুজতভা কাদরি জানান, তিনি খুবই খুশি যে তাঁর পসরা থেকেই শাল বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী।
5/8

কাদরি জানান, প্রধানমন্ত্রী মোদি তাঁর হাতে বোনা শালগুলির মধ্যে একটি বেছে নিয়েছেন। এটা তাঁর বিশেষ সৌভাগ্য। কাশ্মীরের এই শালের ঐতিহ্য ৭০০ বছরের পুরনো। এটি অত্যন্ত টেকসই।
6/8

বৃহস্পতিবারই পুলওয়ামার এক তরুণ মধু ব্যবসায়ীর সঙ্গে আলাপ হয় মোদির। দশম শ্রেণিতে পড়ার সময় থেকে ব্যবসা শুরু করেন। কীভাবে সরকারি সাহায্য নিয়ে একেবারে শূন্য থেকে শুরু করে নিজের বিরাট ব্যবসা তৈরি করেছেন, সেই কথা নিজেই প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন নাজিম।
7/8

বৃহস্পতিবার ভূস্বর্গে একটি সভা করেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী সেখানে বলেন, 'এমন একটি যুগ ছিল যখন দেশের অন্যান্য অংশে আইন প্রয়োগ করা জম্মু ও কাশ্মীরে কার্যকর করা যায়নি, যখন সারা দেশে দরিদ্রদের কল্যাণের জন্য প্রকল্পগুলি চালু করা হয়েছিল, কিন্তু জম্মু ও কাশ্মীরের আমাদের ভাই ও বোনেরা তখন বঞ্চিত হয়েছিল। কিন্তু এখন সময় বদলেছে। '
8/8

তিনি আরও বলেন, 'আমি জম্মু ও কাশ্মীরের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। এই নতুন জম্মু ও কাশ্মীরের একটি উজ্জ্বল ভবিষ্যত এবং চ্যালেঞ্জগুলি অতিক্রম করার সাহস রয়েছে। আপনাদের চোখে মুখে শান্তির আভাস দেখে সারা দেশের ১৪০ কোটি মানুষ সন্তুষ্ট বোধ করছে'
Published at : 08 Mar 2024 05:17 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
