এক্সপ্লোর
Jagdeep Dhankhar: রাজ্যপাল পদ থেকে ইস্তফা ধনকড়ের, উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/18/88644702f8b12977721b1cbfa2ba14de1658111441_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাজ্যপাল পদ থেকে ইস্তফা ধনকড়ের
1/8
![রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন বাংলার রাজ্যপাল। ছবি: পিটিআই/গেটি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/18/b89b20f3c376f65f534201bd4a25df26585ba.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন বাংলার রাজ্যপাল। ছবি: পিটিআই/গেটি
2/8
![শনিবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে বিজেপি এবং এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছিলেন যে বিজেপি এবং এনডিএ-র উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কিসানপুত্র জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করছি। ছবি: পিটিআই/গেটি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/18/448b5d3958f98d8bd56942d2e9c53a2c9ca6d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শনিবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে বিজেপি এবং এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছিলেন যে বিজেপি এবং এনডিএ-র উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কিসানপুত্র জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করছি। ছবি: পিটিআই/গেটি
3/8
![রবিবার সন্ধ্যায় বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেন ধনকড়। এ যেন বর্তমান- প্রাক্তনের সাক্ষাৎ। ছবি: পিটিআই/গেটি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/18/c01a1234b83efa351833691e91333a0d1f622.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রবিবার সন্ধ্যায় বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেন ধনকড়। এ যেন বর্তমান- প্রাক্তনের সাক্ষাৎ। ছবি: পিটিআই/গেটি
4/8
![জগদীপ ধনকড় পেশায় একজন আইনজীবী। আইনজীবী হিসাবে দীর্ঘদিন রাজস্থান হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন তিনি। ২০০৩ সালে বিজেপিতে যোগ দেন ধনকড়। ছবি: পিটিআই/গেটি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/18/23e6c22019fcc30586f26ad7fb2f6823810ad.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জগদীপ ধনকড় পেশায় একজন আইনজীবী। আইনজীবী হিসাবে দীর্ঘদিন রাজস্থান হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন তিনি। ২০০৩ সালে বিজেপিতে যোগ দেন ধনকড়। ছবি: পিটিআই/গেটি
5/8
![আপাতত বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করবেন মণিপুরের রাজ্যপাল এলএ গণেশন। রাষ্ট্রপতি ভবন থেকে বিবৃতি দিয়ে এমনটাই জানানো হয়েছে। ছবি: পিটিআই/গেটি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/18/12e7cfc1323407ad33ee4198eef87f9c875da.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আপাতত বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করবেন মণিপুরের রাজ্যপাল এলএ গণেশন। রাষ্ট্রপতি ভবন থেকে বিবৃতি দিয়ে এমনটাই জানানো হয়েছে। ছবি: পিটিআই/গেটি
6/8
![শনিবার জে পি নাড্ডা জানান, কৃষকের ছেলে জগদীপ ধনখড় এনডিএ-র উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হবেন। ট্যুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘জগদীপ ধনকড় সবসময় কৃষক, যুবক, নারী ও প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করেছেন। জগদীপ ধনকড়কে আমাদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করতে পেরে আনন্দিত।' ছবি: পিটিআই/গেটি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/18/7f1e5530bc383068e8813c59fc4e1822b2db2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শনিবার জে পি নাড্ডা জানান, কৃষকের ছেলে জগদীপ ধনখড় এনডিএ-র উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হবেন। ট্যুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘জগদীপ ধনকড় সবসময় কৃষক, যুবক, নারী ও প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করেছেন। জগদীপ ধনকড়কে আমাদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করতে পেরে আনন্দিত।' ছবি: পিটিআই/গেটি
7/8
![রাজ্যপাল পদে দায়িত্ব নেওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য হয়। ছবি: পিটিআই/গেটি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/18/11c768ee3b67b419056afcee7bb59e2b5b9d6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাজ্যপাল পদে দায়িত্ব নেওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য হয়। ছবি: পিটিআই/গেটি
8/8
![তৃণমূলে দলগত ভাবে ধনকড়ের প্রবল বিরোধিতা করলেও প্রত্যাশিত ভাবেই ধনখড় সমর্থন পেয়েছেন বিরোধী বিজেপির থেকে। রাজ্যের ভঙ্গুর গণতন্ত্র রক্ষায় তিনি জনগণের রাজ্যপাল হিসেবে কাজ করছেন বলে দাবি গেরুয়া শিবিরের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/18/31d535cfaacba83671dc7daccfde52463f0c1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তৃণমূলে দলগত ভাবে ধনকড়ের প্রবল বিরোধিতা করলেও প্রত্যাশিত ভাবেই ধনখড় সমর্থন পেয়েছেন বিরোধী বিজেপির থেকে। রাজ্যের ভঙ্গুর গণতন্ত্র রক্ষায় তিনি জনগণের রাজ্যপাল হিসেবে কাজ করছেন বলে দাবি গেরুয়া শিবিরের।
Published at : 18 Jul 2022 08:01 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)