এক্সপ্লোর
Bharat Jodo Yatra: পদযাত্রায় রাহুলের পাশে অমল পালেকার, শীঘ্রই মিছিল ঢুকবে মধ্যপ্রদেশে
Rahul Gandhi: বলিউডের একাধিক মুখকে দেখা গিয়েছে ভারত জোড়ো যাত্রায়
নিজস্ব চিত্র
1/10

পুরোদমে চলছে ভারত জোড়ো যাত্রা। তামিলনাড়ু থেকে শুরু হয়ে, কেরল, কর্নাটক পেরিয়ে এখন মহারাষ্ট্রে চলছে রাহুল গাঁধীর নেতৃত্বে কংগ্রেসের এই পদযাত্রা।
2/10

প্রায় সব রাজ্যেই বিপুল সাড়া মিলেছে ভারত জোড়ো যাত্রার। পূজা ভট্ট থেকে রিয়া সেন, একাধিক বলিউডি মুখকে দেখা গিয়েছে ভারত জোড়ো যাত্রায়।
3/10

এবার রাহুলের পাশে দেখা গেল বর্ষীয়ান অভিনেতা অমল পালেকারকে। সস্ত্রীক ভারত জোড়ো যাত্রায় যোগ দিতে দেখা গেল এই বর্ষীয়ান শিল্পীকে। আগেরদিনই মহাত্মা গাঁধীর প্রপৌত্র তুষার গাঁধীকেও দেখা গিয়েছিল ভারত জোড়ো যাত্রায়।
4/10

দক্ষিণের রাজ্য পেরিয়ে মহারাষ্ট্রে চলছিল যাত্রা। এবার উত্তরভারতের হিন্দি বলয়ে প্রবেশ করবে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা।
5/10

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন, ২১ ও ২২ নভেম্বর বিশ্রাম নেওয়া হবে। তারপরে ২৩ নভেম্বর মধ্যপ্রদেশ থেকে শুরু হবে যাত্রা।
6/10

২৩ নভেম্বরে বারহানপুর জেলায় বোদারলি গ্রাম থেকে ভোর ৬টায় শুরু হবে যাত্রা।
7/10

শিশু থেকে মহিলা, বৃদ্ধ থেকে যুবক, ভারত জোড়ো যাত্রায় রাহুলের সঙ্গে দেখা গিয়েছে অনেককেই। কখনও পুশ-আপ, কখনও ফুটবল, কখনও মার্শাল আর্ট। শিশু-কিশোরদের শেখাতে দেখা গিয়েছে রাহুলকে।
8/10

ভারত জোড়ো যাত্রায় এক শিশুকে কাঁধে তুলে হাঁটতে দেখা যায় রাহুল গাঁধীকে।
9/10

৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল ভারত জোড়ো যাত্রা।
10/10

১৫০ দিনে ১২টি রাজ্য পরিক্রমা করে জম্মু কাশ্মীরে শেষ হবে কংগ্রেসের এই পদযাত্রা। সব ছবি: পিটিআই এবং কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেল
Published at : 21 Nov 2022 12:08 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























