এক্সপ্লোর
Surat Diamond Bourse: তাবড় তাবড় সংস্থার দফতর এখানেই! খুলল বিশ্বের সবচেয়ে বড় অফিসের দরজা
খুলল বিশ্বের সবচেয়ে বড় অফিসের দরজা

খুলল বিশ্বের সবচেয়ে বড় অফিসের দরজা
1/7

বিশ্বের সবচেয়ে বড় অফিস ! আয়তনে যা টেক্কা দিল আমেরিকার পেন্টাগনকেও। গুজরাতে সুরাত ডায়মন্ড বুর্স ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। রবিবারই উদ্বোধন হল এই ভবনের।
2/7

এর বৈশিষ্ট্য শুনলে মাথা ঘুরে যাবে অনেকের। আকাশছোঁয়া এই প্রাসাদ-অফিস । এবার থেকে হিরে শিল্পের সঙ্গে জড়িত তাবড় তাবড় সংস্থার দফতর বসবে এই ছাদের নিচেই। এখানে আগামী দিনে একসঙ্গে চাকরি করবেন লক্ষ লক্ষ মানুষ।
3/7

এলাহি খরচ করে তৈরি হয়েছে এই হাব। এখন এই প্রজেক্টকেই বলা হচ্ছে 'ওয়ার্ল্ড বিগেস্ট ওয়ার্কস্পেস'। রবিবার সকালে এই অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
4/7

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, সুরাত ডায়মন্ড বোর্স হবে আন্তর্জাতিক হীরা এবং অলঙ্কার ব্যবসার জন্য বিশ্বের বৃহত্তম এবং আধুনিক কেন্দ্র। অগাস্ট মাসে এই ভবনটি ডায়মন্ড রিসার্চ অ্যান্ড মার্কেন্টাইল (ড্রিম) সিটির অংশ, বিশ্বের বৃহত্তম অফিস ভবন হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা স্বীকৃত হয়।
5/7

সুরাত ডায়মন্ড বোর্সের নির্মাণকাজ ফেব্রুয়ারি ২০১৫ এ শুরু হয়েছিল এবংশেষ হল ২০২২ এ। প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত, বিল্ডিংটি ৬৭ লক্ষ বর্গফুট জমি জুড়ে রয়েছে।
6/7

এতে প্রায় সারে ৪ হাজার ডায়মন্ড ট্রেডিং অফিস থাকতে পারে। আসলে এই হাব তৈরির লক্ষ্যই হল এক ছাদের নিচে হিরে শিল্পকে কেন্দ্রীভূত করা। বিদেশি ক্রেতাদের আকর্ষিত করা।
7/7

ডায়মন্ড জায়ান্ট কিরণ জেমসের ডিরেক্টরবল্লভভাই লাখানি, , তার ১৭ ডাজার কোটি টাকার ব্যবসা ডায়মন্ড বোর্সে স্থানান্তরিত করেছেন এবং তার কর্মচারীদের থাকার জন্য একটি মিনি-টাউনশিপও তৈরি করছেন৷
Published at : 18 Dec 2023 10:51 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
