এক্সপ্লোর
Snan Yatra 2025 : আজ জগন্নাথদেবের স্নানযাত্রা, রথের প্রস্তুতি শুরু পুরীতে
Puri Snan Purnima 2025: ভক্তদের বিশ্বাস, রাজবৈদ্যের আয়ুর্বৈদিক পাঁচন খেয়ে ১৫ পর সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ দেব। সুস্থ হয়ে উঠেই জগন্নাথ,বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি যাওয়ার তোড়জোড় করেন।
ছবি: PTI
1/8

রথযাত্রার আগে সাজ সাজ রব পুরীতে। তার আগে আজ স্নান যাত্রা উপলক্ষে সেজে উঠেছে সৈকত নগরী।
2/8

সকালে গর্ভগৃহ থেকে শোভাযাত্রা সহকারে স্নান মণ্ডপে আনা হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। সেখানে ১০৮ ঘড়া জলে স্নান করানো হবে বিগ্রহকে। এরপর ১৫ দিনের বিশ্রাম পর্ব।
3/8

১০৮ ঘড়া জলে স্নান করে গরমের পর শরীর শীতল করেন জগন্নাথ - বলরাম - সুভদ্রা। আর তারপরই প্রবল জ্বরে কাবু হন মহাপ্রভু। রথযাত্রার দিন ফের দর্শন মিলবে জগন্নাথদেবের।
4/8

বর্ষাগমনের শুরুতেই স্নানযাত্রা। এই স্নানের জল বিশেষভাবে ভেষজ, চন্দন, সুগন্ধি ফুল এবং ঔষধি উপাদান দিয়ে প্রস্তুত করা হয়।
5/8

পূর্ণিমা তিথি শুরু হয়েছে ১০ জুন, সকাল ১১:৩৬ মিনিট থেকে, এই তিথি শেষ হবে আজ ১১ জুন দুপুর ১:১৩ মিনিটে।
6/8

এদিন ভোর ৪.৩০ মিনিটে মঙ্গলর্পণ হয়। এরপর সকাল ৯টা নাগাদ হয় মঙ্গলারতি। সূর্য পুজো করা হবে সকাল সাড়ে দশটা নাগাদ। নির্ঘণ্ট অনুযায়ী, পুজা ও স্নান দুপুর ১২.২০ থেকে শুরু।
7/8

কথিত আছে, শ্রীজগদীশের আজ্ঞানুসারে জ্বরের জন্য ১৫ দিন শ্রীমন্দিরের দ্বার বন্ধ থাকে। এই সময়ে তাঁদের রাজবৈদ্য জগন্নাথের সেবা করেন। পুরোটাই চলে গোপনে।
8/8

ভক্তদের বিশ্বাস, রাজবৈদ্যের আয়ুর্বৈদিক পাঁচন খেয়ে ১৫ পর সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ দেব। সুস্থ হয়ে উঠেই জগন্নাথ,বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি যাওয়ার তোড়জোড় করেন। রাজবেশে সজ্জিত হয়ে, মহাসমারোহে রথে চেপে তাঁদের মাসির বাড়ি যান।
Published at : 11 Jun 2025 09:56 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























