এক্সপ্লোর
Sonam Suryavanshi : 'সোনমের অ্যাকাউন্টে ২০ লাখ টাকা ছিল..ওই টাকা থেকেই গুণ্ডা ভাড়া করেছিল সে?' প্রশ্ন শাশুড়ির
আটক হওয়ার পর নাকি নিজের ঘাড় থেকে খুনের অভিযোগ ঝেড়ে ফেলতে চান সোনম। বলেন, রাজ কুশাওয়া সহ আরও তিনজনই খুন করেছে , আর তা রাজার গায়ের অলঙ্কারের জন্য
সোনমকে নিয়ে বিস্ফোরক রাজার মা
1/7

মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের ঘটনায় প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ঠান্ডা মাথায় স্বামীকে খুনের পরিকল্পনা করে সোনম। পথের কাঁটা সরার পরেই প্রেমিককে বিয়ের সিদ্ধান্তও নেয় সে।
2/7

আটক হওয়ার পর নাকি নিজের ঘাড় থেকে খুনের অভিযোগ ঝেড়ে ফেলতে চায় সোনম। বলেন, রাজ কুশাওয়া সহ আরও তিনজনই খুন করেছে , আর তা রাজার গায়ের অলঙ্কারের জন্য
3/7

কিন্তু পুলিশ সূত্রে খবর, প্রেমিক ও তার বন্ধুদের সঙ্গে মিলে ইন্দোরের পরিবহন ব্যবসায়ী রাজা রঘুবংশীকে হত্যা করে তাঁর স্ত্রী। বিয়ের মাত্র পাঁচ দিন পরেই স্বামীকে খুনের পরিকল্পনা করেছিল সোনম।
4/7

এদিকে রাজা মায়ের দাবি, বিয়ের পর কয়েকটি বিষয়ে তাঁর খটকাও লেগেছিল। রাজা একবার তাঁকে বলেছিলেন যে সোনম তার সঙ্গে খুব বেশি কথা বলছে না। রাজার মনে হয়েছিল সোনম তার প্রতি আগ্রহী নয়। তিনি সোনমকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন। তখন সোনম বলে সে অফিসের কাজে ব্যস্ত।
5/7

রাজার মা আরও বলেন, সোনমের অ্যাকাউন্টে ২০ লক্ষ টাকা ছিল। তার বাবা নিজেই শ্বশুরবাড়ির লোককে এ কথা জানান। রাজার মায়ের ধারণা, এই টাকা দিয়েই সোনম ভাড়াটে খুনিদের টাকা দেয়।
6/7

এখন রাজার মায়ের ধারণা, সবকিছু আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। এটি হঠাৎ করে ঘটে যাওয়া কোনও ঘটনা নয়।
7/7

রাজার মা বলেন যে এখন তার একমাত্র লক্ষ্য তার ছেলের জন্য ন্যায়বিচার পাওয়া। সোনম অবশ্যই তার কাজের জন্য শাস্তি পাবে। মনে করেন তিনি
Published at : 10 Jun 2025 04:27 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























