এক্সপ্লোর
কোভিড-বিধি না মানলে শহরে প্রবেশ নিষেধ; সংক্রমণ ঠেকাতে বর্ধমানজুড়ে চলছে নাকা চেকিং, মাস্ক বিলি

মাস্ক বিলি করছেন পুলিশ আধিকারিকরা
1/8

বর্ধমান শহরে ঢুকতে এবং শহর থেকে বেরতে পরতে হবে মাস্ক। এমনই কড়াকড়ি নিয়ম। ইতিমধ্যেই শহরের ২ জায়গায় নাকা চেকিং পয়েন্ট তৈরি করা হয়েছে। পড়ে শহরের বিভিন্নপ্রান্তে আরও নাকাচেকিং পয়েন্ট করা হবে বলে জানানো হয়েছে।
2/8

করোনা বিধিনিষেধ নিয়ে বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায় চলছে পুলিশের নজরদারি ও মাইকিং। বিলি করা হচ্ছে মাস্ক।
3/8

উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৩ জন। রাজ্যে করোনাগ্রাফ নিম্নমুখী হলেও করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক জেলাপ্রশাসন।
4/8

image 4বর্ধমান শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ মোড়ে জেলা পুলিশের তরফ থেকে করা হচ্ছে নাকাচেকিং। মাস্ক পরেননি এমন কাউকে দেখলেই, সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করে তার নাম খাতায় নথিভুক্ত করে নেওয়া হচ্ছে।
5/8

করোনা আবহে কার্যত ত্রস্ত রাজ্য। তবু ছবিটা যেন কিছুতেই বদলাচ্ছে না। বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই।
6/8

এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউকে আটকানোর লক্ষ্যেই আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি।
7/8

জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন আরও জানিয়েছেন, শহরের চার জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করা যেমন হয়েছে। তেমনি জেলার বিভিন্ন জায়গায় টহলদারি করছে পুলিশ।
8/8

শহরজুড়ে চলছে নাকা চেকিং। যাদের মুখে মাস্ক নেই তাদের যেমন সতর্ক হচ্ছে তেমনি তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে মাস্কও। নবান্নের নির্দেশ অনুযায়ী রাত ৯ টার পর যাঁরা জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। (সব ছবি এবং তথ্য: কমলকৃষ্ণ দে)
Published at : 30 Jul 2021 02:00 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
অটো
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
