এক্সপ্লোর
WB Election 2021: বুধবার মনোনয়ন পেশ, আগের দিন নন্দীগ্রামের একাধিক মন্দির-মাজারে শ্রদ্ধা মমতার
নন্দীগ্রামের একাধিক মন্দির ও মাজারে শ্রদ্ধা জানালেন মমতা
1/9

প্রার্থী ঘোষণার পর প্রথমবার নন্দীগ্রামের মাটিতে পা রেখে একাধিক মন্দির ও মাজারে শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে যান সোনাচূড়ার বাসুলী মায়ের মন্দিরে। সেখানে পুজো দেন তিনি।
2/9

এরপর যান, নন্দীগ্রামের গোকুলনগরের অধিকারী পাড়ার শহিদবেদীতে। সেখানে শ্রদ্ধা জানান তিনি।
3/9

সেখান থেকে নন্দীগ্রামের চণ্ডী মা-র মন্দিরে যান তৃণমূলনেত্রী। সেখানেও পুজো দেন।
4/9

সেখান থেকে যান পাশের কালীমন্দিরেও। সেখানেও পুজো দেন।
5/9

এরপর পাড়ুলবাড়ির শহিদ বেদীতে মাল্যদান করেন।
6/9

সেখান থেকে যান স্থানীয় মনসা মন্দিরে। সেখানেও পুজো দেন।
7/9

পরের গন্তব্য ছিল পাড়ুলবাড়ির দুর্গামন্দির। সেখানেও পুজো দেন। পরে গৌড়মাতার মন্দিরে যান। সেখানে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
8/9

সেখান থেকে নন্দীগ্রামের সামশেরাবাদে একটি মাজারে যান। সেখানে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
9/9

এরপর জানকীনাথের মন্দিরে গিয়েও পুজো দেন তিনি।
Published at : 10 Mar 2021 12:03 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























