এক্সপ্লোর
Yaas Cyclone Effects: ইয়াস-তাণ্ডবের পর এখন চারদিকে অসহায়তার ছবি...
সর্বহারা....
1/11

ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে সবথেকে ক্ষতিগ্রস্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। বিভিন্ন নদীতে জলস্তর বাড়ায় ভেঙে গিয়েছে নদী বাঁধ। এই পরিস্থিতিতে আগাম সতর্কতা হিসেবে এদিন বীরভূমের নানুরে অজয়ের বাঁধের অবস্থা খতিয়ে দেখল বিপর্যয় মোকাবিলা দল। ছিলেন থুপসরা গ্রাম পঞ্চায়েতের কর্মীরা। অজয়ের জলস্তর বাড়ছে কি না খতিয়ে দেখার পাশাপাশি, মোবাইল ফোনে ছবিও তোলেন তাঁরা। সামনেই বর্ষা। তার আগে অজয়ের বাঁধের অবস্থা খতিয়ে দেখছে প্রশাসন।
2/11

ইয়াস বাংলায় আছড়ে পড়েনি। কিন্তু, তার ঝাপটাতেই বেসামাল অবস্থা। বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকা। ভাঙছে একের পর এক নদীবাঁধ। আর তার জেরেই জল ঢুকছে হু হু করে। ভাসিয়ে দিচ্ছে পরপর গ্রাম। আশ্রয়হীন হাজার হাজার মানুষ।
Published at : 27 May 2021 04:52 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
ব্যবসা-বাণিজ্যের
অটো






















