এক্সপ্লোর
UP Election 2022: হস্তিনাপুরের কংগ্রেস প্রার্থী তথা মডেল অর্চনা গৌতমকে নিয়ে টিপ্পনি, নিন্দা প্রিয়ঙ্কার

Untitled_design_(15)
1/10

উত্তরপ্রদেশের মেরঠের হস্তিনাপুর বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী অর্চনা গৌতম। আর তাঁকে নিয়ে বিরোধী শিবিরে যে সব টিপ্পনি করা হচ্ছে, তার কড়া নিন্দা করলেন প্রিয়ঙ্কা গাঁধী। বিকিনি পরা ও পোশাক নিয়ে কংগ্রেস প্রার্থীকে নিশানা করা হচ্ছে। ২০১৮-তে অর্চনা মিস বিকিনি ইন্ডিয়া প্রতিযোগিতায় খেতাব জিতেছিলেন। আর ভোটের ময়দানে ভাগ্যপরীক্ষায় নেমেছেন তিনি।
2/10

মঙ্গলবার ফেসবুক লাইভে প্রিয়ঙ্কা গাঁধী বলেছেন, অর্চনা প্রচুর লড়াই করেছেন। আর এখন যেভাবে তাঁকে লক্ষ্য করে কাদা ছোঁড়া হচ্ছে এবং তাঁর জামাকাপড় ও বিয়ে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে, আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা অন্য কোনও ব্যক্তিকে এ সব প্রশ্ন করেন না কেন? আপনারা অর্চনাকে এভাবে কলঙ্কিত করতে চাইছেন কী এই জন্য যে, তিনি একজন মহিলা?
3/10

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি প্রিয়ঙ্কা গাঁধী উত্তরপ্রদেশ নির্বাচনে কংগ্রেসের ১২৫ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন। সেই তালিকায় হস্তিনাপুর থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে অর্চনা গৌতমের নাম ঘোষণা করা হয়। ওই ঘোষণার পর থেকে অর্চনার নাম নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে।
4/10

অর্চনা ইতিমধ্যেই কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন। তাঁকে টিকিট দেওয়া নিয়ে জোরদার আলোচনা চলছে। এমনকি হিন্দু মহাসভা আপত্তিও জানিয়েছে।
5/10

২০২১-র নভেম্বরে অর্চনা গৌতম কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এরপর তাঁর নাম কংগ্রেসের প্রার্থী তালিকাতেও দেখা যায়। তাঁকে নানাভাবে ট্রোল করা হচ্ছে। এর জবাবে তিনি সিনেমা জগত থেকে আসা মহিলাদের নামও উল্লেখ করছেন। লাগাতার তাঁর বিরুদ্ধে বিভিন্ন বিরুদ্ধ মন্তব্য সম্পর্কে অর্চনা বলেছেন, দলিত হওয়ার জন্য তাঁকে অপমানিত করা হচ্ছে।
6/10

ভোটে অর্চনার লড়াই বিজেপি প্রার্থী দীনেশ খটিকের সঙ্গে। অন্যদিকে, এই আসনে সমাজবাদী পার্টির হয়ে লড়াইতে রয়েছেন যোগেশ বর্মা। যোগেশ ২০০৭-এ বিএসপি প্রার্থী হিসেবে বিধায়ক হয়েছিলেন। এবার তাঁর লড়াই সপা প্রার্থী হিসেবে বিজেপির বিরুদ্ধে।
7/10

অর্চনা গৌতমের জন্ম ১৯৯৫-এ। অর্চনা গৌতম আদতে মেরঠের বাসিন্দা। তিনি আইআইএমটি থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছেন।
8/10

বর্তমানে তাঁর বয়স ২৬। মডেলিং ও অভিনয়ে কেরিয়ারের জন্য অর্চনা মুম্বইতে থাকেন। ২০১৪ সালে মিস ইউপি-ও হয়েছিলেন তিনি। বলিউডের কয়েকটি ছবিও কাজ করেছেন তিনি। ২০১৫-তে গ্রেট গ্র্যান্ড মস্তি সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করেছিলেন। এরপর পর হাসিনা পার্কার, বারাত কোম্পানি, জ্যাকশন বারাণসীর মতো সিনেমাতেও ছোটখাটো ভূমিকায় অভিনয় করেছেন।
9/10

হস্তিনাপুরের জাতপাতভিত্তিক সমীকরণ অনুযায়ী, এই বিধানসভা কেন্দ্র গুজ্জর ও মুসলিম অধ্যুষিত। তা তপশিলি জাতির জন্য সংরক্ষিত আসন। এই আসনে ভোটার সংখ্যা ৩ লক্ষ ৪২ হাজার ৩১৪। পুরুষ ভোটারের সংখ্যা ১,৮৭,৮৮৪। মহিলা ভোটারদের সংখ্যা ১,৫৪,৪০৭।
10/10

প্রিয়ঙ্কা গাঁধীর স্লোগান লড়কি হু, লড় সকতি হু স্লোগানে আস্থা রেখে কংগ্রেসে যোগ দিয়েছেন অর্চনা। কিন্তু রাজনৈতিক কেরিয়ার ঠিকমতো শুরু হওয়ার আগেই তাঁকে বিরোধীদের অপপ্রচারের মুখে পড়তে হয়েছে।
Published at : 19 Jan 2022 03:18 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
