এক্সপ্লোর
1000 Days of Periods: টানা ১০০০ দিন ধরে পিরিয়ডস, চিকিৎসা করিয়েও রেহাই পাননি তরুণী, অবশেষে জানা গেল রোগের কারণ
Health News: দু'চার দিন নয়, টানা ১০০০ দিন ধরে চলেছে পিরিয়ডস। ঘটনা জেনে চমকে গেলেন সকলে। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

দু’চার দিন নয়, একটানা প্রায় ১০০০ দিন ধরে চলছিল ঋতুস্রাব। বহু ডাক্তার দেখিয়েও রোগের নিষ্পত্তি হয়নি। শেষ পর্যন্ত যে তথ্য সামনে এল, তাতে হতবাক রোগী এবং বাকি সকলেও।
2/10

TikTok-এ নিজের অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন আমেরিকা নিবাসী ওই মহিলা। রোগের যে বর্ণনা দিয়েছেন তিনি, তাতে চমকে গিয়েছেন সকলে।
Published at : 10 Apr 2025 11:03 AM (IST)
আরও দেখুন






















