এক্সপ্লোর
Vande Bharat Inauguration: উপত্যকায় বন্দে ভারতের উদ্বোধন প্রধানমন্ত্রীর, কী বিশেষত্ব এই ট্রেনের?
Narendra Modi: জম্মুর কাটরার শ্রী মাতা বৈষ্ণো দেবী (এসএমভিডি) রেলওয়ে স্টেশন থেকে কাশ্মীরের শ্রীনগর পর্যন্ত ট্রেন পরিষেবার সূচনা করেন মোদি।
ছবি সৌজন্যে- PTI
1/8

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আজ প্রথমবার কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপত্যকায় নতুন দু’টি বন্দে ভারত ট্রেনেরও সূচনাও করলেন তিনি।
2/8

বিশ্বের সর্বোচ্চ আর্চ রেলসেতু- চেনাব সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নির্মাতাদের দাবি, ভূমিকম্প টলাতে পারবে না চেনাব সেতুকে। এর ফলে ৩ ঘণ্টাতেই পৌঁছনো যাবে কাটরা থেকে শ্রীনগর।
Published at : 06 Jun 2025 02:42 PM (IST)
আরও দেখুন






















