এক্সপ্লোর
Blue Origin's Space Flight:মহাকাশে ভ্রমণ করে ফিরলেন পৃথিবীতে, ইতিহাস গড়লেন জেফ বেজোস
Jeff Bezos Return Earth Safely After Historic Space Voyage
1/5

ইতিহাস গড়লেন বিশ্বের ধনীতম ব্যক্তি জেফ বেজোস। তাঁর রকেট কোম্পানি ব্লু অরিজিনের তৈরি নিউ শেফার্ড চড়ে মহাকাশে পাড়ি দিলেন তিনি। আমেরিকার টেক্সাস মরুভূমির প্রত্যন্ত স্থানের লঞ্চ প্যাড থেকে মঙ্গলবার রওনা দেয় নিউ শেফার্ড উড়ান। (ছবি-ব্লু অরিজিন/ট্যুইটার)
2/5

এই নিয়ে বিশ্বের দ্বিতীয় ধনকুবের হিসেবে নিজস্ব মহাকাশযানে চড়লেন তিনি। গত সপ্তাহেই ব্রিটিশ ব্যবসায়ী রিচার্চ ব্র্যানসন নিজস্ব রকেটে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন। (ছবি-ব্লু অরিজিন/ট্যুইটার)
Published at : 21 Jul 2021 07:54 AM (IST)
আরও দেখুন






















