এক্সপ্লোর
US Shooting : ব্যস্ত সময়ে আমেরিকার সাবওয়েতে বন্দুকবাজের হামলা, গুলি চলল ৩৩বার ; আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

আমেরিকায় বন্দুকবাজের হামলা
1/10

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। গ্যাস মাস্ক পরে এসে ব্রুকলিনের সাবওয়েতে ৩৩ বার গুলি চালাল এক দুষ্কৃতী। সংবাদ সংস্থা এপি সূত্রের খবর।
2/10

মঙ্গলবার সকালে দিনের ব্যস্ত সময়ে এই হামলা চালানো হয় নিউ ইয়র্কে। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
3/10

ঘটনায় জখম ২০-র বেশি। এর মধ্যে ১০ জনের ওপর সরাসরি গুলি চলে। ১৩-র বেশি জন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন।
4/10

সন্দেহভাজন- বিশাল দৈহিক গঠনের এক ব্যক্তি। যার পরনে ছিল - ধূসর রঙের সোয়েটার।
5/10

দীর্ঘ তল্লাশির পর নিউ ইয়র্ক পুলিশ বিভাগ সন্দেহভাজনের নাম প্রকাশ করে। তার নাম- ফ্রাঙ্ক জেমস।
6/10

জানা গেছে, এক দুষ্কৃতী মঙ্গলবার সকালে দুটি বোমা নিক্ষেপ করে। যার জেরে ধোঁয়া ছড়িয়ে পড়ে। সেই সময় নিউ ইয়র্ক সাবওয়ে কারে ওপেন ফায়ার শুরু করে দুষ্কৃতী।
7/10

সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই ট্রেন কার থেকে নেমে পড়েন।
8/10

ঘটনার পিছনে রয়েছে বছর ৬২-র ফ্রাঙ্ক জেমস। এমনই মনে করছে পুলিশ। এর আগেও সে অপরাধের সঙ্গে জড়িত ছিল বলে মনে করা হচ্ছে।
9/10

কেউ অপরাধীর সন্ধান দিতে পারলে তাঁকে ৫০ হাজার আমেরিকান ডলার পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে নিউ ইয়র্ক পুলিশ।
10/10

ঘটনার পিছনে এখনও জঙ্গি-হামলার তত্ত্ব সামনে আসেনি। তবে, এই হামলার কারণও এখনও জানা যায়নি।
Published at : 13 Apr 2022 01:45 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
