এক্সপ্লোর
Weird Science: বাদুড়কে নেশা করালেন কেউ, কেউ গরুকে বানালেন জেব্রা, বিজ্ঞানের দুনিয়ায় আজব অবিষ্কারের জন্য Ig Nobel পেলেন ২ ভারতীয়ও
Ig Nobel Prize: বিজ্ঞানের জগতে আজব আবিষ্কারের জন্য এই পুরস্কার দেওয়া হয়। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/13

আলাদা করে ধোওয়া মোছার বালাই নেই। আপনা থেকেই পরিষ্কার হয়ে যাবে জুতো, বেরোবে না দুর্গন্ধও। এমন জুতোর তাক আবিষ্কার করে Ig Nobel Prize জিতলেন দুই ভারতীয়।
2/13

শিব নাডার ইউনিভার্সিটির অধ্যাপক বিকাশ কুমার এবং তাঁর গবেষক ছাত্র সার্থক মিত্তল ২০২৫ সালের Ig Nobel Prize জিতেছেন, যা নোবেল পুরস্কারের অনুরূপ একটি পুরস্কার। বিজ্ঞানের দুনিয়ায় ‘আজব’ অথচ গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।
Published at : 21 Sep 2025 04:08 PM (IST)
আরও দেখুন






















