এক্সপ্লোর
২ মাসের ইউভান সব বিষয়েই আমার সঙ্গে গল্প করে, মজা করে বলছেন রাজ

1/6

মা শুভশ্রীর সঙ্গে আরবানা-তে তোলা এই ছবি দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। আর রাজ-শুভশ্রীর জীবন জুড়ে এখন শুধুই নতুন সদস্য।
2/6

এর আগে দুর্গাপুজোর সময় একেবারে পাঞ্জাবি পাজামাতে ধরা দিয়েছিল ইউভান। সেই ছবিটিও ভাইরাল হয়েছিল।
3/6

শীতের আমেজ গায়ে মেখে বিছানায় উপুড় হয়ে আছে একরত্তি। তাকিয়ে দিদির দিকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মিষ্টি ছবিটি। আর হবেনাই বা কেন, ছবির এই একরত্তি আর কেউ নয়, টলিউডের হেভিওয়েট দম্পতির একমাত্র পুত্র ইউভান। মা-বাবা? রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
4/6

বয়সের বিস্তর ফারাক হলেও দিদির সঙ্গে খেলায় বেশ মজেছে ইউভান। তার বয়ম মাত্র ২ মাস, ইতিমধ্যেই উপুড় হতে শিখে গিয়েছে সে! 'রাজশ্রী'-র ভক্তরা মুগ্ধ ইউভানের এই মিষ্টি ছবিতে।
5/6

একরত্তির সঙ্গে খেলায় মগ্ন রাজ। সেই ছবিটিও রেখেছেন শুভশ্রী। ছেলেকে নিয়ে বেশ সময় কেটে যায় রাজের। একটি সাক্ষাৎকারে পরিচালক বলেছিলেন, '' সকালবেলা বেশ কয়েক ঘণ্টা ইউভানকে সামলানোর দায়িত্ব আমার। সেইসময় আমি ওকে বিভিন্ন গল্প বলি। তখন ও ঠিক যেন আমার সঙ্গে কথা বলে। আমি ওকে সমস্ত রকম গল্প শোনাই। গাঁধীজির গল্পও।'
6/6

শুভশ্রীর ইনস্টাগ্রাম হাইলাইটের প্রথম অ্যালবামই ইউভানের নামে। তার ছোট থেকে বড় হয়ে ওঠার সমস্ত স্মৃতি যেন আলাদা করে ধরে রাখতে চান নতুন মা। ছোট্ট ছেলের পা নিয়ে খেলার ছলে তোলা ছবিটিই প্রথমে চোখে পড়ে। নিচে লেখা বিশেষ বার্তাও।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
