এক্সপ্লোর
Swami Vivekananda: 'সুখ অপেক্ষা বরং দুঃখ অধিকতর শিক্ষা দেয়', কর্মযোগ প্রসঙ্গে স্বামীজির অমোঘ বাণীই যেন জীবনের পাথেয়
Swami Vivekananda Birth Anniversary: স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে ফিরে দেখা তাঁরই বলা কিছু অমোঘ বাণী
স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে ফিরে দেখা তাঁরই বলা কিছু অমোঘ বাণী
1/8

১২ জানুয়ারি, ১৮৬৩ সাল। কলকাতায় জন্মগ্রহণ নরেন্দ্রনাথ দত্তের। ধীরে ধীরে তিনিই হয়ে উঠলেন মানবপ্রেমিক। মানুষের আধ্যাত্মিক-জাগরণের জন্য কর্মনিষ্ঠ ব্যক্তি নয়, সমাজ-সংসারকে একাত্ম করার লড়াই, বিশ্বের মানুষের সমন্বয়ের পথ দেখিয়েছিলেন তিনি। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে ফিরে দেখা তাঁরই বলা কিছু অমোঘ বাণী। যা জীবনের পাথেয় হয়ে থেকে যায়, যা চিরকালের... ছবি সৌজন্যে- রামকৃষ্ণ মঠ মিডিয়া
2/8

কর্মযোগ নিয়ে একাধিক পথ দেখিয়েছিলেন স্বামীজি। কর্ম কীভাবে চরিত্রের উপর প্রভাব বিস্তার করে তা ব্যাখ্যা করে বলেছিলেন তিনি। ছবি সৌজন্যে- রামকৃষ্ণ মঠ মিডিয়া
3/8

"সুখ অপেক্ষা বরং দুঃখ অধিকতর শিক্ষা দেয়। জগতের মহাপুরুষদের চরিত্র আলোচনা করিলে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে সুখ অপেক্ষা দুঃখ তাঁহাদিগকে অধিক শিক্ষা দিয়াছে-ধনৈ্শ্বর্য অপেক্ষা দারিদ্র্য অধিক শিক্ষা দিয়াছে, প্রশংসা অপেক্ষা নিন্দারূপ আঘাতই তাঁহাদের অন্তরের অগ্নি প্রজ্বলিত করিতে অধিক পরিমাণে সাহায্য করিয়াছে।" ছবি সৌজন্যে- রামকৃষ্ণ মঠ মিডিয়া
4/8

"কর্মেই আমাদের অধিকার, ফলে নয়’-ফল যাহা হইবার হউক। ফলের জন্য চিন্তা কর কেন? কোন লোককে সাহায্য করিবার সময় তোমার প্রতি সেই ব্যক্তির মনোভাব কিরূপ হইবে, সে বিষয়ে চিন্তা করিও না। তুমি যদি কোন মহৎ বা শুভ কার্য করিতে চাও, তবে ফলাফলের চিন্তা করিয়া উদ্বিগ্ন হইও না।" ছবি সৌজন্যে- রামকৃষ্ণ মঠ মিডিয়া
5/8

অন্যদিকে, একাধিক বক্তৃতায় তিনি শিখিয়ে গিয়েছেন মানবতার পাঠ। "যে মানুষ বলে তার আর কিছু শেখার নেই। সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছ, শিখতে থাকো।" ছবি সৌজন্যে- রামকৃষ্ণ মঠ মিডিয়া
6/8

"কেবল সেই ব্যক্তিই প্রকৃতির শ্রেষ্ঠ বস্তুলাভে সমর্থ হইবেন, যিনি সমগ্র শক্তি দিয়া কোন বস্তুতে আসক্ত হইবার সামর্থ্য লাভ করিয়াও প্রয়োজনকালে নিজেকে অনাসক্ত করিবারও শক্তি ধারণ করেন। কিন্তু মুশকিল এই-যতটুকু আসক্ত হইবার ক্ষমতা থাকা দরকার ততটুকু অনাসক্ত হইবার ক্ষমতাও থাকা উচিত। আবার এমন সব ব্যক্তি আছে, যাহারা কোনকিছু দ্বারা আকৃষ্ট হয় না।" ছবি সৌজন্যে- রামকৃষ্ণ মঠ মিডিয়া
7/8

জীবনের আশা-আকাঙ্ক্ষা প্রসঙ্গে বিবেকানন্দ বলেছিলেন, 'কিছুই আকাঙ্ক্ষা করিও না; প্রতিদানে কিছুই চাহিও না। যাহা তোমার দিবার আছে দাও; ইহা তোমার নিকট ফিরিয়া আসিবে, কিন্তু সে বিষয়ে এখন চিন্তা করিও না। সহস্রগুণ বর্ধিত হইয়া ইহা ফিরিয়া আসিবে, কিন্তু ইহার উপর মনোনিবেশ মোটেই করিবে না।' ছবি সৌজন্যে- রামকৃষ্ণ মঠ মিডিয়া
8/8

"কর্মেই আমাদের অধিকার, ফলে নয়’-ফল যাহা হইবার হউক। ফলের জন্য চিন্তা কর কেন? কোন লোককে সাহায্য করিবার সময় তোমার প্রতি সেই ব্যক্তির মনোভাব কিরূপ হইবে, সে বিষয়ে চিন্তা করিও না। তুমি যদি কোন মহৎ বা শুভ কার্য করিতে চাও, তবে ফলাফলের চিন্তা করিয়া উদ্বিগ্ন হইও না।" ছবি সৌজন্যে- রামকৃষ্ণ মঠ মিডিয়া
Published at : 11 Jan 2024 03:32 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























