এক্সপ্লোর
ছট পুজোয় আরাধনা করা হয় কার কার ? ছটি মাইয়া কে ? যে কেউ করতে পারেন পুজো ?
Chhat Festival 2024 : ছটপুজো নিয়ে উন্মাদনা দেশের বিভিন্ন প্রান্তে। শুরু পুজোও। দেখে নেওয়া যাক ছট পুজোর ইতিহাস এবং নানা দিক।
সূর্যদেবের আরাধনায় এক ব্রতী। ছবি - পিটিআই
1/14

ছট পুজোর উৎপত্তি, ইতিহাস নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। মূলত, সমস্ত শক্তির উৎস সূর্যদেবের আরাধনাই ছট পুজো বলে পরিচিত। এই উৎসব বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, নেপালের কিছু অঞ্চলের পাশাপাশি পশ্চিমবঙ্গেও পালিত হয়ে থাকে। এছাড়াও হিন্দিভাষাভাষী মানুষের বসবাস যেখানে, ছটপুজো উপলক্ষে উন্মাদনা লক্ষ্য করা যায় সেখানেও।
2/14

সাধারণত অক্টোবর বা নভেম্বর মাসে এই উৎসব পালিত হয়। কার্তিক মাসের শুক্লপক্ষ - ছট পুজো বা ছট উৎসব উদযাপনের তিথি।
Published at : 05 Nov 2024 10:22 PM (IST)
আরও দেখুন






















