এক্সপ্লোর
Shiv Ratri 2025 : এ বছর শিবরাত্রি কবে ? ব্রতপালনের জন্য কতক্ষণ সময় পাবেন?
Maha Shiv Ratri 2025 : লক্ষ লক্ষ ভক্ত মহাশিবরাত্রি ব্রত রাখেন প্রতি বছর। এ বছর মহা শিব রাত্রি কবে পড়েছে জেনে নেওয়া যাক।

Shiv Ratri 2025 : এ বছর শিবরাত্রি কবে ?
1/8

শিবের চাহিদা খুব কম। বাঙালির কাছে তিনি ভোলেভালা ভোলেবাবা। কিছুটা উদাসীন। তাই কোনও ভক্ত যদি নিজের অজান্তেও শিবপুজোয় অংশ নেন বা শিবের মাথায় জল ঢালেন, সে পুণ্য অনেক।
2/8

তাই বাংলা হোক বা অন্য রাজ্য, শিবভক্ত অসংখ্য। লক্ষ লক্ষ ভক্ত মহাশিবরাত্রি ব্রত রাখেন প্রতি বছর। এ বছর মহা শিব রাত্রি কবে পড়েছে জেনে নেওয়া যাক।
3/8

সুর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত চার প্রহর। প্রতি প্রহর তিন ঘণ্টা করে। শিবরাত্রি ব্রত চার প্রহরে করতে হয়। অজান্তে কেউ পুজো নিবেদন করলেও তুষ্ট হন মহাদেব।
4/8

স্বল্পেই তুষ্ট হন দেবাদিদেব। তাঁর পুজোয় নীলকন্ঠ-ধুতুরা, বেলপাতা লাগে। শিবকে পুজো নিবেদন করতে প্রয়োজন শুধু এই উপাদানগুলির।
5/8

একটি মাটির পাত্র জল বা দুধ দিয়ে পূরণ করুন। এতে কিছু বেল পাতা, ধুতুরা, আকন্দ ফুল, চাল ইত্যাদি রাখুন । তারপর শিব লিঙ্গে অর্পণ করুন। বাড়িতে মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে পুজো করতে পারেন।
6/8

এদিন শিব পুরাণ পাঠ করলে ভাল। মহামৃত্যুঞ্জয় বা শিবায় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা উচিত। এছাড়াও, মহাশিবরাত্রির সারা রাত জেগে পুজো করা ভাল বলে মনে করা হয়।
7/8

এবার ফেব্রুয়ারি মাসের ২৬ ফেব্রুয়ারি, বুধবার পড়েছে মহাশিবরাত্রির তিথি। ২৬ ফেব্রুয়ারি সকাল ৯ টা ৪২ মিনিট থেকে তিথি শুরু হবে। তিথি সমাপন পরের দিন। সকাল ৮ টা ৩১ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি।
8/8

ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Published at : 04 Jan 2025 04:15 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
