এক্সপ্লোর
Friday Worship: শুক্রবার পুজো করলে সন্তুষ্ট হন কোন দেব-দেবী, জীবনে আসে সুখ-সমৃদ্ধি
Religion News: সনাতন ধর্মে সপ্তাহের প্রতিটি বারেই কোনও না কোনও দেবতা বা দেবীর পুজো করা হয়। মনে করা হয়, এতে সন্তুষ্ট হন সেই দেব বা দেবী। আর ভক্তের ওপর প্রসন্ন হয়ে তাঁর জীবন সুখ ও শান্তি দেন।
Goddes Santoshi
1/9

সাধারণ শুক্রবার মা সন্তোষীর পুজো করার বিধান রয়েছে শাস্ত্রে। প্রতি শুক্রবার নিয়মনীতি মেনে নিষ্ঠার সঙ্গে তাঁর আরাধনা করলে জীবনে ইতিবাচক পরিবর্তন হয়।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
2/9

সর্বশক্তির আধার মা সন্তোষীর পুজো প্রতি শুক্রবার করলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। বিপদের আশঙ্কা যেমন কমে তেমনি অশুভ শক্তি বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে পারে না বলে বিশ্বাস।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
Published at : 06 Sep 2024 02:29 PM (IST)
আরও দেখুন






















