এক্সপ্লোর
Bhoot Chaturdashi: ভূত চতুর্দশীতে কেন জ্বালানো হয় ১৪ প্রদীপ? উপকার কী
14 Oil Lamps: কালীপুজোর আগের দিন সন্ধ্যায় ১৪ প্রদীপ জ্বেলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী মানুষরা পালন করেন ভূত চতুর্দশী। কারণ জানেন?
প্রতীকী ছবি (সৌজন্য- পিক্সাবে)
1/10

অনেকে মনে করেন ভূতদের সন্তুষ্ট করার জন্য বা বাড়ির আশপাশ থেকে তাড়ানোর জন্য জ্বালানো হয় ১৪ প্রদীপ। কারও মতে নেতিবাচক শক্তিকে দূর করার জন্য বাড়ির চারিদিকে জ্বালানো হয় প্রদীপ।(ছবি সৌজন্য-পিক্সাবে)
2/10

কেউ কেউ আবার বলেন, কালীপুজোর আগের দিন সন্ধ্যায় পিতৃপক্ষের ও মাতৃপক্ষের পূর্বপুরুষরা আসেন মর্ত্যলোকে। তাঁদের সন্তুষ্ট করার জন্য জ্বালানো হয় ওই প্রদীপগুলো।
Published at : 25 Oct 2024 10:41 AM (IST)
আরও দেখুন






















