এক্সপ্লোর
অক্ষয় তৃতীয়ায় কেন খোলা হয় কেদারনাথের মন্দির? দিনটির সঙ্গে সম্পর্কই বা কী
শুক্রবার খুলল দেবাদিদেব মহাদেবের দ্বাদশ জ্যোর্তিলিঙ্গের অন্যতম কেদারনাথের মন্দির। শুরু হয়ে গেল চারধাম যাত্রাও। প্রতিবছর ৬ মাস বন্ধ থাকার পর অক্ষয় তৃতীয়ার দিন খোলা হয় কেদারনাথ মন্দিরের গেট।
অপূর্ব সাজে সাজানো হয়েছে কেদারনাথের মন্দির (ছবি সৌজন্য-পিটিআই)
1/9

হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, মহাভারতের পাণ্ডবা কেদারনাথ মন্দিরের নির্মাণ করেছিলেন। কথিত আছে, কুরুক্ষেত্রের যুদ্ধের পরে আত্মগ্লানি ও শোক দূর করতে এইখানেই ভগবান শিবের কাছে ক্ষমা চান তাঁরা। তারপর এগিয়ে যান স্বর্গের উদ্দেশে। মনে করা হয়, অক্ষয় তৃতীয়ার দিনেই নাকি এস্থানে প্রথম পুজো করা হয়েছিল ভগবান শিবের। তাই প্রাচীনকাল থেকে শিব অবতার পরশুরামের জন্মদিন অক্ষয় তৃতীয়ার দিনই মন্দির খোলার চেষ্টা হয়। আর বারবার তা পূরণও হয়। (ছবি সৌজন্য- পিটিআই)
2/9

বিশ্বাস করা হয়, এর আগে প্রাকৃতিক প্রতিকূলতার জন্য মন্দির খোলা না থাকলেও অক্ষয় তৃতীয়ার দিন মন্দির খুলতে কোনও সমস্যা হয় না। আসলে অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথির গুরুত্ব হিন্দু ধর্মে খুব শ্রদ্ধা ও সমীহের সঙ্গে মানা হয়। আদ্যাশক্তির অনন্য রূপ মা অন্নপূর্ণার আর্বিভাব নাকি এই বিশেষ তিথিতেই হয়েছিল। যা দিনটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে ধর্মপ্রাণ মানুষদের কাছে।(ছবি সৌজন্য- পিটিআই)
Published at : 10 May 2024 05:49 PM (IST)
আরও দেখুন






















