১৩. 'হোল্ড মাই হ্যান্ড' - সাইকেল জ্যাকসনের মৃত্যুর পর ২০১০ সালে মুক্তি পায় তাঁর গাওয়া এই যুগলবন্দি গানটি
2/14
১২. 'ডেন্টারাস' - ডেন্জারাস ওয়ার্ল্ড ট্যুর এ যা টাকা পেয়েছিলেন মাইকেল সবটাই তিনি হিল দ্য ওয়ার্ল্ড ফাউন্ডেশানে দান করে দেন। মোট ১০০ মিলিয়ান ডলার আয় করেছিলেন তিনি।
3/14
১১. 'স্মুথ ক্রিমিনাল' - ব্যাড অ্যালবামের এই গানটি পিপলস চয়েজ অ্যাওয়ার্ডে সেরা মিউজিক ভিডিওর স্বীকৃতি পায়।
4/14
১০. 'দ্য ওয়ে ইউ মেক মি ফিল' - ১৯৮৭ সালে ব্যাড অ্যালবামে মুক্তি পায় এই গানটি। ২০০১ সালে একটি কনসার্টে এই গানটি গাইবার সময় মঞ্চে উঠে তাঁর সঙ্গে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ব্রিটনি স্পিয়ার্স।
5/14
৯. 'রিমেম্বার গ্য টাইম' - ডেন্জারাস অ্যালবামের এই গানটির জন্য জ্যাকসন ১৯৯৩ সালে সোল ট্রেন পুরস্কার পান।
6/14
৮. 'ব্ল্যাক অর হোয়াইট' - ডেন্জারাস অ্যালবামের এই গানটি একক গায়ক হিসাবে জ্যাকসনের ১২ নম্বর জনপ্রিয় গান।
7/14
৭. 'দে ডোন্ট কেয়ার অ্যাবাউট আস' - এটি তাঁর একক গান।
8/14
৬. 'থ্রিলার' - ১৯৯২ সালে থ্রিলার অ্যালবামের টাইটেল সং এর ভিডিওটি প্রথম ২০০৯ সালে ন্যাশানাল ফিল্ম রেজিস্ট্রির অন্তর্ভুক্ত করা হয়।
9/14
৫. 'ইউ আর নট অ্যালোন' - ১৯৯৫ সালে মুক্তি পাওয়া এই গানটি মার্কিন ইতিহাসে প্রথম বিলবোর্ডের ১০০ টা গানের মধ্যে ১ নম্বরে ছিল।
10/14
৪. 'হিল দ্য ওয়ার্ল্ড' - অ্যালবামের নাম ডেন্জারাস। ১৯৯১ সালে মুক্তি পাওয়া এই গানটি বানিয়ে মাইকেল ভীষণ খুশি হয়েছিলেন। তাই ১৯৯২ সালে তিনি এই গানের নামেই বানিয়ে ফেলেন 'হিল দ্য ওয়ার্ল্ড ফাউন্ডেশান'
11/14
৩. 'রক উইথ ইউ' - ১৯৭৯ সালে অফ দ্য ওয়াল অ্যালবামে মুক্তি পায় এই গানটি। বিলবোর্ড সেরা ১০০ টি গানের মধ্যে জায়গা করে নেওয়া এটা মাইকেল জ্যাকসনের তৃতীয় গান।
12/14
আজ মাইকেল জ্যাকসনের মৃত্যুবার্ষিকী। ২০০৯ সালে মৃত্যু হয় বিশ্বের অন্যতম সফল এই তারকার। তিনি ছিলেন মার্কিন সংগীতশিল্পী, গীতিকার, নৃত্যশিল্পী, অভিনেতা, সমাজসেবক ও ব্যবসায়ী। আজ তাঁর মৃত্যুদিনে জেনে নিন তাঁর সেরা গানগুলি কী কী?
13/14
২. 'বিট ইট' - ১৯৮২ সালে থ্রিলার অ্যালবাম থেকে জনপ্রিয় হয় এই গানটি। ১৯৮৩ সালে 'বেস্ট রক ভোকাল পারফরম্যান্স' হিসাবে এই গানটি গ্র্যামি পুরস্কার পায়।
14/14
১. 'বিলি জিন' - ১৯৮৩ সালে ইন্সট্রুমেন্টাল ভার্সান কালেকসান অ্যালবামে মুক্তি পায় এই গানটি। জানেন কি মাইকেল এই গোটা গানটি রেকর্ড করেছিলেন একটি ৬ ফিটের কার্টবোর্ড টিউবের মধ্যে বসে।