এক্সপ্লোর
Grey Hair Treatment: মাসে মাসে রং করতে হবে না, পাকা চুল কালো হবে ইঞ্জেকশনে, ‘যুগান্তকারী আবিষ্কার’, বলছেন বিজ্ঞানীরা
Grey Hair Injection: পাকা চুল আগের রং ফিরে পাবে? সম্ভব, বলছেন চিনা বিজ্ঞানীরা। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

মাথাভর্তি পাকা চুল নিয়ে ঘোরার দিন কি তাহলে শেষ? চিনের বিজ্ঞানীরা অন্তত তেমনই দাবি করছেন। তাঁদের দাবি, পাকা চুল কালো করার উপায় বের করে ফেলেছেন তাঁরা। তবে রং করে নয়, ইঞ্জেকশনের মাধ্যমে।
2/10

চিনা অভিনেত্রী Guo Tong সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নীরবতা ভাঙেন। ৩৭ বছর বয়সি Guo জানান, অল্প বয়সেই চুলে পাক ধরতে শুরু করেছিল তাঁর। বিনোদন জগতে গ্ল্যামারই শেষ কথা। ফলে পাকা চুল নিয়ে হীনম্মন্যতায় ভুগছিলেন তিনি।
3/10

Guo জানিয়েছেন, অনিয়মিত জীবনযাপনের জন্যই অল্প বয়সে চুলে পাক ধরে তাঁর। হতাশা গ্রাস করছে তাঁকে, সেই সময়ই বিশেষ চিকিৎসাপদ্ধতির কথা জানতে পারেন, যার মাধ্যমে পাকা চুল আবারও আগের রং ফিরে পাবে।
4/10

পাকা চুল কালো করার চিকিৎসাপদ্ধতিও ব্যাখ্যা করেন Guo. তিনি বলেন, “দশম দফার চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আমার। কাজ হচ্ছে কি না, জানতে চান অনেকেই। তিনটে সেশন মিস হয়েছিল আমার। শ্যুটিংয়ের জন্য মাঝে রং লাগাতে হয় মাথায়। কিন্তু ডাক্তার আমাকে চুলের গোড়ার ছবি দেখিয়েছেন। নতুন চুল গজাচ্ছে যেমন, তেমনই সাদা চুলের গোড়া কালো হতে শুরু করেছে।”
5/10

Guo জানিয়েছেন, অভিনেত্রী হিসেবে নিজের পাকা চুল নিয়ে হীনম্মন্যতায় ভুগছিলেন তিনি। তাই এই চিকিৎসা করাতে যান। তবে পাকা চুল কালো করার খরচ কত, তা খোলসা করেননি তিনি। চিকিৎসা সম্পূর্ণ হওয়ার পর বাকি কথা জানাবেন বলে জানিয়েছেন।
6/10

চিনা সংবাদমাধ্যমের দাবি, Shanghai Yueyang Hospital-এ পাকা চুল কালো করার চিকিৎসা করিয়েছেন Guo. ওই হাসপাতালের এক চিকিৎসকও সংবাদমাধ্যমে মুখ খুলেছেন।
7/10

ওই চিকিৎসক জানিয়েছেন, পাকাচুল কালো করতে যে ইঞ্জেকশন দেওয়া হয় রোগীকে, তাতে একধরনের B12 ব্যবহার করা হয়, যা Adenosylcobalamin হিসেবে পরিচিত। প্রাচীন চিনা চিকিৎসা পদ্ধতি মেনে এই চিকিৎসা হয়, যাতে মেলানিন সংশ্লেষ ঘটে।
8/10

মেলানিন মানুষের শরীরে প্রাকৃতিক ভাবেই তৈরি হয়, যা আসলে একটি রঞ্জক। মানবশরীরে চুল, ত্বক এবং চোখের রং নির্ধারণে এই মেলানিনের ভূমিকা গুরুত্বপূর্ণ।
9/10

একটা বয়সের পর চুলে পাক ধরা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। এক্ষেত্রে মেসানোসাইটস নামের কোষগুলির মৃত্যু হয়, যা মেলানিন তৈরি করে। কিন্তু চিনের বিজ্ঞানীদের দাবি, ইঞ্জেকশনের মাধ্যমে পাকা চুল ফের কালো করা সম্ভব। সপ্তাহের একবার করে নিতে হয় ইঞ্জেকশন। ছ’মাস পর্যন্ত চলে চিকিৎসা।
10/10

যদিও পশ্চিমি দেশের চিকিৎসকরা বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাঁদের দাবি, এই ধরনের চিকিৎসাপদ্ধতিতে মাইক্রো নিডল ব্যবহার করা হয়। তাই উন্নতি ঘটলেও বোঝা সম্ভব হয় না। যদিও চিকিৎসক মুনিরক সোমজির মতে, শুধু মাথাতেই নয়, মাইক্রো নিডলিং পদ্ধতিতে পেকে যাওয়া দাড়িও কালো করা সম্ভব।
Published at : 07 Sep 2025 04:01 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























