এক্সপ্লোর
Grey Hair Treatment: মাসে মাসে রং করতে হবে না, পাকা চুল কালো হবে ইঞ্জেকশনে, ‘যুগান্তকারী আবিষ্কার’, বলছেন বিজ্ঞানীরা
Grey Hair Injection: পাকা চুল আগের রং ফিরে পাবে? সম্ভব, বলছেন চিনা বিজ্ঞানীরা। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

মাথাভর্তি পাকা চুল নিয়ে ঘোরার দিন কি তাহলে শেষ? চিনের বিজ্ঞানীরা অন্তত তেমনই দাবি করছেন। তাঁদের দাবি, পাকা চুল কালো করার উপায় বের করে ফেলেছেন তাঁরা। তবে রং করে নয়, ইঞ্জেকশনের মাধ্যমে।
2/10

চিনা অভিনেত্রী Guo Tong সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নীরবতা ভাঙেন। ৩৭ বছর বয়সি Guo জানান, অল্প বয়সেই চুলে পাক ধরতে শুরু করেছিল তাঁর। বিনোদন জগতে গ্ল্যামারই শেষ কথা। ফলে পাকা চুল নিয়ে হীনম্মন্যতায় ভুগছিলেন তিনি।
Published at : 07 Sep 2025 04:01 PM (IST)
আরও দেখুন






















