এক্সপ্লোর
Merging Galactic Trio: মহাশূন্যে দড়ি টানাটানি, হরিহর আত্মা তিন ছায়াপথ, মিশে যেতে পারে পরস্পরের সঙ্গে
Hubble Telescope Snaps: একেবারে গা ঘেঁষে অবস্থান। অভিকর্ষ বল থেকে চলছে দড়ি টানাটানি। পরস্পরের সঙ্গে মিশে যাওয়ার পথে তিন ছায়াপথ। ছবি: নাসা এবং হাবল টেলিস্কোপের ট্যুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
ছবি: নাসার ওয়েবসাইট থেকে সংগৃহীত।
1/10

দীর্ঘদিন পাশাপাশি বাস করলে পরস্পরের নানা গুণাগুণ, অভ্যাস রপ্ত করে ফেলি আমরাও। এমনকি দীর্ঘদিনের বোঝাপড়া পরস্পরকে হরিহর আত্মাও করে তোলে।
2/10

এ তো গেল প্রাণীজগতের কথা। কিন্তু মহাজগতিক সৃষ্টির ক্ষেত্রেও কি তা প্রযোজ্য! সাম্প্রতিক পর্যবেক্ষণ অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। মহাশূন্যে তিনটি পৃথক শুধু কাছাকাছি এসে পড়েছে নয়, পরস্পরের সঙ্গে মিশে যাওয়ার পথে।
Published at : 19 Feb 2023 12:11 PM (IST)
আরও দেখুন






















