এক্সপ্লোর
Venus Volcanic Activity: সহোদরা পৃথিবীর সঙ্গে বিস্তর মিল, শুক্রের বুকেও সক্রিয় আগ্নেয়গিরি, ফুটন্ত লাভার হ্রদ
NASA: গঠনে-আকারে বেশ মিল রয়েছে পৃথিবীর সঙ্গে। শুক্রকে নিয়ে তাই কৌতূহল গোড়া থেকেই। ফাইলে চাপা পড়ে যাওয়া নথি থেকে মিলল গুরুত্বপূর্ণ তথ্য।
ছবি: নাসা।
1/10

মাটির গঠন, আবহাওয়া-সহ একাধিক বিষয়ে মিল রয়েছে। তাই পৃথিবী এবং শুক্রকে সহোদরা হিসেবেও দেখেন বিজ্ঞানীরা। পৃথিবীর মতো প্রাকৃতিক বিপর্যয়ও যে ঘটে শুক্রর বুকে, এ বার তা সামনে এল।
2/10

যে সে ঘটনা নয়, শুক্রর বুকে অগ্ন্যুৎপাতের ঘটনা সামনে এল। তিন দশক আগেও সেখানে সক্রিয় ছিল আগ্নেয়গিরি। পুরনো রেকর্ড ঘেঁটে মিলল এমনই তথ্য়।
Published at : 18 Mar 2023 04:29 PM (IST)
আরও দেখুন






















