কালীপুজোর দিন সাধারণ মানুষের মধ্যে ভোগ বিলি করা হয়। এবারও সেই ব্যবস্থা রয়েছে। তবে সবকিছুই করোনা সতর্কতা মেনে।
2/9
যাঁরা আসছেন, তাঁদের এক এক করে শরীরের তাপমাত্রা পরীক্ষা করে, স্যানিটাইজেশন করে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে।
3/9
ভিভিআইপি থেকে সাধারণ মানুষ- সবার জন্যই মুখ্যমন্ত্রীর বাড়িতে অবারিত দ্বার। তবে করোনা পরিস্থিতির জন্য এবছর পুজো হচ্ছে সতর্কতা মেনে।
4/9
শাস্ত্রীয় রীতিনীতি মেনে পুজো। উপোস থেকে ভোগরান্না, পুজোর তদারকি মুখ্যমন্ত্রী নিজেই করেন। পুজোর কাজে সাহায্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
5/9
মমতা যখন ছাত্র রাজনীতিতে ছিলেন, তখনই বাড়িতে কালী পুজো শুরু করেন। সেই থেকে বাড়িতে পুজোর চল।
6/9
প্রতিবছরের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে কালীপুজো।
7/9
সারা বছর তুমুল ব্যস্ততা৷ গোটা রাজ্যের ভার তাঁর কাঁধে৷ কিন্তু সেই ব্যস্ততার মাঝেই সময় বের করে নেওয়া বাড়ির কালীপুজোর জন্য।
8/9
উপোস করে ভোগরান্না, পুজোর তদারকি, সবই মুখ্যমন্ত্রী নিজেই করেন।
9/9
কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজো। তবে এবার পুজো করোনা সতর্কতা মেনে। শরীরের তাপমাত্রা পরীক্ষা করে, স্যানিটাইজেশন করে, তারপর অতিথিদের নিয়ে যাওয়া হচ্ছে ভিতরে।