এক্সপ্লোর
সানাকে স্নেহের চুম্বন সৌরভের, মেয়েকে নিয়ে রঙ্গোলি দিলেন ডোনা
1/8

ক্রিকেট ছাড়ার পর ক্রিকেট প্রশাসনেও তুমুল ব্যস্ততা। তবে মেয়েকে সামনে পেয়েই স্নেহশীল পিতার ভূমিকায় সৌরভ। সানাকে কোলে বসিয়ে চলল গল্প। দিনের সেরা ছবি হয়তো মেয়ের গালে সৌরভের স্নেহের চুম্বন। ছবি সৌজন্য – ডোনা গঙ্গোপাধ্যায়
2/8

দীপাবলিতে সপরিবারে দেখা গেল সৌরভকে। স্ত্রী ডোনা ও কন্যা সানার সঙ্গে সময় কাটালেন মহারাজ। ডোনা বলছেন, ‘অনেকদিন পর একসঙ্গে দীপাবলি কাটালাম। অনেক গল্প-আড্ডা হয়েছে।’
Published at :
আরও দেখুন






















