ক্রিকেট ছাড়ার পর ক্রিকেট প্রশাসনেও তুমুল ব্যস্ততা। তবে মেয়েকে সামনে পেয়েই স্নেহশীল পিতার ভূমিকায় সৌরভ। সানাকে কোলে বসিয়ে চলল গল্প। দিনের সেরা ছবি হয়তো মেয়ের গালে সৌরভের স্নেহের চুম্বন। ছবি সৌজন্য – ডোনা গঙ্গোপাধ্যায়
2/8
দীপাবলিতে সপরিবারে দেখা গেল সৌরভকে। স্ত্রী ডোনা ও কন্যা সানার সঙ্গে সময় কাটালেন মহারাজ। ডোনা বলছেন, ‘অনেকদিন পর একসঙ্গে দীপাবলি কাটালাম। অনেক গল্প-আড্ডা হয়েছে।’
3/8
আইপিএল ফাইনাল মিটে যাওয়ার পর কলকাতায় ফিরেছেন সৌরভ। আপাতত কয়েকদিনের ছুটি। বাড়িতেই সময় কাটাচ্ছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
ডোনার বাড়িতেও কালীপুজো হয়। সারাদিন ধরে সমস্ত ব্যস্ততা সামলেও মেয়েকে নিয়ে দীপাবলির জন্য় সাজিয়ে তুললেন বাড়ি।
6/8
কন্যা সানার সঙ্গে রঙ্গোলি দিতে বসে পড়লেন ডোনা গঙ্গোপাধ্যায়।
7/8
কালীপুজোর দিন বীরেন রায় রোডের বিখ্যাত গঙ্গোপাধ্যায় পরিবারে দীপাবলির আলোর ঔজ্জ্বল্য।
8/8
করোনা আবহে সংযুক্ত আরব আমিরশাহিতে সাফল্যের সঙ্গে আইপিএল আয়োজন করে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে মুকুটে নতুন পালক অর্জন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আপাতত তিনি ছুটির মেজাজে।