এক্সপ্লোর
IPL 2024 Auction: আইপিএলের নিলামে ঝড় তুলতে পারেন এই ১০ আনক্যাপড ভারতীয় ক্রিকেটার
IPL 2024: আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে আয়োজিত হতে চলেছে আসন্ন আইপিএল ২০২৪ এর নিলাম পর্ব। সেখানে নিলামের টেবিলে ঝড় তুলতে পারেন এই অনামী তরুণ প্লেয়াররা।

তালিকায় রয়েছেন সৌরাষ্ট্রের হার্ভিক দেশাই
1/10

সৌরাষ্ট্রের ২৪ বছরের তরুণ প্লেয়ার হার্ভিক দেশাই আসন্ন আইএসএলে বড় দাম পেতে পারেন। কোন ফ্র্যাঞ্চাইজি তাঁকে নিতে আগ্রহ দেখায়, তা দেখার।
2/10

অলরাউন্ডার অতীত শেঠ রয়েছেন তালিকায়। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১৮ উইকেট নিয়েছেন তিনি মোট।
3/10

ইউপি টি-টোয়েন্টি লিগে ৫৯ বলে ১২২ রানের ইনিংস খেলেছিলেন সমীর রিজভি। তাঁর এই ইনিংসটি তাঁকে নিলামে বড় দর পেতে সাহায্য করতে পারে।
4/10

মুস্তাক আলি ট্রফিতে বল হাতে নজর কেড়েছেন মোহিত অবস্তি। তিনি মোট ১৮ উইকেট নিয়েছেন। নিলামে তাঁর দিকেও নজর থাকবে।
5/10

সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে চলতি মরসুমে ১৫ উইকেট নিয়েছেন দেবব্রত প্রধান। তাঁর দিকেও নজর থাকবে।
6/10

উইকেট কিপার ব্যাটার হিসেবে জি অজিতেশ সাম্প্রতিক সময় ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করছেন। কেকেআর ও সিএসকে তাঁকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে।
7/10

আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স না থাকলেও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী কার্তিক ত্যাগী এবারের নিলামে ভাল দর পেতে পারেন।
8/10

পাঞ্জাব কিংসের হয়ে খেলা তামিলনাড়ুর শাহরুখ খানের দিকেও নজর থাকবে। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য় পরিচিত শাহরুখ।
9/10

প্রথম শ্রেণির টি-টোয়েন্টি ম্যাচে দ্রুততম অর্ধশতরানের ইনিংস খেলে নজরে এসেছেন আশুতোষ শর্মা। তাঁর দিকেও নজর থাকবে।
10/10

সাত্ত্বিক চিকারার দিকেও লক্ষ্য থাকবে নিলামের টেবিলে।
Published at : 08 Dec 2023 10:30 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
