এক্সপ্লোর
Rohan Bopanna: ৪৩-এও যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনাল খেললেন, ফিরে দেখা বোপান্নার কেরিয়ারের সেরা কয়েকটি মুহূর্ত
US Open 2023: দুই বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাজীব রাম ও জো স্যালিসবারির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন রোহন বোপান্না ও ম্যাথিউ এবডেন ।
রোহন বোপান্না (ছবি এএনআই)
1/7

চলতি বছর রোহন বোপান্না দুর্দান্ত ফর্মে রয়েছেন। দোহা ও ইন্ডিয়ান ওয়েলসে জয় ছিনিয়ে নিয়েছিলেন ভারতের এই অভিজ্ঞ টেনিস তারকা।
2/7

গ্যাব্রিয়েলা ডাব্রিওয়াস্কির সঙ্গে জুটি বেঁধে ২০১৭ সালের মিক্সড ডাবলসে জয় ছিনিয়ে নিয়েছিলেন রোহন বোপান্না।
3/7

২০১৮ ও ২০২৩ দুটো বছরই অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে পৌঁছেছিলেন রোহন বোপান্না। ২০২৩ সালে তাঁর সঙ্গী ছিলেন সানিয়া মির্জা।
4/7

২০১২ ও ২০১৫ সাল। দুবার এটিপি ট্যুরে পুরুষদের ডাবলসের ফাইনালে পৌঁছেছিলেন রোহন বোপান্না।
5/7

২০১৩ সালে নিজের ক্রমতালিকায় সবচেয়ে বেশি উন্নতি করেন রোহন। পুরুষদের ডাবলসে তৃতীয় স্থানে উঠে এসেছিলেন তিনি।
6/7

সিঙ্গলসে কোনও খেতাব জিততে না পারলেও ডাবলসে কেরিয়ারে মোট ২৪টি খেতাব জিতেছেন ভারতের এই অভিজ্ঞ টেনিস তারকা।
7/7

ওপেন ইরাতে প্রবীণতম টেনিস খেলোয়াড় হিসাবে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছেছিলেন ৪৩ বছর বয়সি রোহন বোপান্না। তবে ইতিহাস গড়েও খেতাব জয় অধরাই রয়ে গেল বোপান্নাদের।
Published at : 09 Sep 2023 06:03 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















