এক্সপ্লোর
India in Sports 2022: ভারতীয় ক্রীড়াজগতের একাধিক প্রথমের সাক্ষী ২০২২
Sports Year Ender 2022: নীরজ চোপড়া, মণিকা বাত্রাদের ইতিহাস সৃষ্টি থেকে ভারতীয় পুরুষ ও মহিলা দলের ম্যাচ থেকে সমান বেতন পাওয়ার সিদ্ধান্ত, সবই হয়েছে ২০২২ সালেই।
থমাস কাপ জেতে ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল (ছবি: সচিন তেন্ডুলকরের ট্যুইটার)
1/8

অলিম্পিক্সে ভারতের হয়ে গত বছর ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া। এ বছরও ইতিহাস গড়ার পালা অব্যাহত। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এ বছরই মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে পদক জেতেন নীরজ। জুরিখে প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগও জেতেন তিনি।
2/8

কমনওয়েলথ গেমসে শ্যুটিং না থাকাটা ভারতের জন্য বড় ধাক্কা হলেও, ভারতীয় অ্যাথলিটরা বার্মিংহামে ২২টি সোনা, ১৬টি রুপো ২৩টি ব্রোঞ্জ জেতেন। লন বল, ট্রিপল জাম্পের মতো বিভাগ থেকে আসে একাধিক ঐতিহাসিক পদক।
Published at : 27 Dec 2022 03:13 PM (IST)
আরও দেখুন






















