এক্সপ্লোর
R Ashwin: কুম্বলের রেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন তারকা অফস্পিনার
Ind vs Aus: নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে প্রথম ইনিংসে তিন উইকেট নিয়েছেন তামিলনাড়ুর অফস্পিনার।
R Ashwin
1/10

টেস্ট ক্রিকেটে দারুণ এক রেকর্ড গড়লেন আর অশ্বিন (R Ashwin)। ভেঙে দিলেন কিংবদন্তি অনিল কুম্বলের (Anil Kumble) কীর্তি।
2/10

নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে প্রথম ইনিংসে তিন উইকেট নিয়েছেন তামিলনাড়ুর অফস্পিনার।
3/10

তাঁর শিকারের তালিকায় অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড। অশ্বিনের বোলিং পরিসংখ্যান ১৫.৫-২-৪২-৩।
4/10

রবীন্দ্র জাডেজার সঙ্গে জুটি বেঁধে অশ্বিনের স্পিনই অজি ব্যাটারদের ঘায়েল করেছে বৃহস্পতিবার।
5/10

টেস্ট ক্রিকেটে সাড়ে চারশো উইকেট হয়ে গেল অশ্বিনের। দেশের হয়ে ৮৯তম টেস্টে সাড়ে চারশো উইকেটের মাইলফলক স্পর্শ করলেন অশ্বিন। গড়লেন নতুন কীর্তি।
6/10

অশ্বিনের আগে অনিল কুম্বলে ৯৩তম টেস্টে সাড়ে চারশো উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন।
7/10

সেই রেকর্ড ভেঙে দিলেন অশ্বিন। তিনিই এখন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে দ্রুততম সাড়ে চারশো উইকেট নেওয়া বোলার।
8/10

অস্ট্রেলিয়ার ক্যারি হলেন অশ্বিনের সাড়ে চারশোতম শিকার। আপাতত ৪৫২ উইকেট হয়ে গেল অশ্বিনের।
9/10

তবে বিশ্বরেকর্ড শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলীধরনের দখলে। মাত্র ৮০ টেস্টে সাড়ে চারশো উইকেট পেয়েছিলেন শ্রীলঙ্কার অফস্পিনার।
10/10

টেস্টে ৪৫২ উইকেটের পাশাপাশি ওয়ান ডে-তে ১৫১টি ও টি-টোয়েন্টিতে ৭২টি উইকেট রয়েছে অশ্বিনের। টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় নয় নম্বরে তিনি।
Published at : 09 Feb 2023 07:16 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























