এক্সপ্লোর
Gerard Pique: ফিরে দেখা জেরার্ড পিকের বর্ণময় ফুটবল কেরিয়ার
Gerard Pique Retirement: নিজের সোশ্যাল মিডিয়া এক ভিডিওর মাধ্যমে পিকে জানান, শনিবার আলমেরিয়ার বিরুদ্ধে ম্যাচটিই ক্যাম্প ন্যুতে শেষবার মাঠে নামবেন তিনি।
![Gerard Pique Retirement: নিজের সোশ্যাল মিডিয়া এক ভিডিওর মাধ্যমে পিকে জানান, শনিবার আলমেরিয়ার বিরুদ্ধে ম্যাচটিই ক্যাম্প ন্যুতে শেষবার মাঠে নামবেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/04/7ecf8f469edb152a0f935b83d894dbe91667578145232507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অবসর নিয়েছেন পিকে
1/10
![দেশের জার্সিতে ফুটবল বিশ্বকাপ জিতেছেন জেরার্ড পিকে। ২০১০ সালে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলের সদস্য ছিলেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/05/c8f95ec044de90352fa1933f5355a11936bb3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দেশের জার্সিতে ফুটবল বিশ্বকাপ জিতেছেন জেরার্ড পিকে। ২০১০ সালে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলের সদস্য ছিলেন তিনি।
2/10
![১৯৯৭ সালে বার্সেলোনা যোগ দেওয়ার পর ২৫ বছর এই ক্লাবেই কাটিয়ে দিয়েছিলেন পিকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/05/3686dc10acc834b68ce99cd3afb15a91b201f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৯৯৭ সালে বার্সেলোনা যোগ দেওয়ার পর ২৫ বছর এই ক্লাবেই কাটিয়ে দিয়েছিলেন পিকে।
3/10
![বার্সেলোনার হয়ে মোট ৭৬৮টি ম্য়াচ খেলেছেন পিকে। বার্সার সিনিয়র ক্লাবের হয়ে মোট ৬৬৬টি ম্যাচ খেলেছেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/05/be8866e03e3d6100444302b16761e9abbb429.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বার্সেলোনার হয়ে মোট ৭৬৮টি ম্য়াচ খেলেছেন পিকে। বার্সার সিনিয়র ক্লাবের হয়ে মোট ৬৬৬টি ম্যাচ খেলেছেন তিনি।
4/10
![বার্সা ছাড়াও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ২৩টি ম্যাচ খেলেছেন। মোট ৩ গোল করেছেন ম্যান ইউয়ের হয়ে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/05/b87e0868b564d582c3377c9c9404fcdb9f18a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বার্সা ছাড়াও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ২৩টি ম্যাচ খেলেছেন। মোট ৩ গোল করেছেন ম্যান ইউয়ের হয়ে।
5/10
![২০১০ সালে বিশ্বকাপ জয় ছাড়াও ২০১২ সালে ইউরো কাপ জিতেছিলেন পিকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/05/5f6ce85d5a49590578eb1411e19cc6c522936.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০১০ সালে বিশ্বকাপ জয় ছাড়াও ২০১২ সালে ইউরো কাপ জিতেছিলেন পিকে।
6/10
![প্রাক্তন প্রেমিকা শাকিরার সঙ্গে পিকে। ২০১১-২০২২ সাল পর্যন্ত ২ জন সম্পর্কে ছিলেন। চলতি বছরের জুনে ২ জনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/05/53d966bbcc6648fc0fd86ef02fd77551a713c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রাক্তন প্রেমিকা শাকিরার সঙ্গে পিকে। ২০১১-২০২২ সাল পর্যন্ত ২ জন সম্পর্কে ছিলেন। চলতি বছরের জুনে ২ জনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।
7/10
![নিজের ফুটবল কেরিয়ারে মোট ৩৬টি ট্রফি জিতেছেন। ক্লাব পর্যায়ে মোট ৩৪টি ট্রফি জিতেছেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/05/3aec24435f2aff73d7d31f498a96a477cf88a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিজের ফুটবল কেরিয়ারে মোট ৩৬টি ট্রফি জিতেছেন। ক্লাব পর্যায়ে মোট ৩৪টি ট্রফি জিতেছেন তিনি।
8/10
![বার্সার হয়ে আটটি লা লিগা খেতাব, সাতটি কোপা দেল রে এবং তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পিকে। স্পেনের হয়েও পিকের কেরিয়ার সাফল্যে মোড়া। স্পেনের হয়ে বিশ্বকাপ এবং ইউরো কাপ, উভয়ই জেতেন পিকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/05/e4457f4ead3e7aa1198471ffe795cccce9d8a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বার্সার হয়ে আটটি লা লিগা খেতাব, সাতটি কোপা দেল রে এবং তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পিকে। স্পেনের হয়েও পিকের কেরিয়ার সাফল্যে মোড়া। স্পেনের হয়ে বিশ্বকাপ এবং ইউরো কাপ, উভয়ই জেতেন পিকে।
9/10
![নিজের সোশ্যাল মিডিয়া এক ভিডিওর মাধ্যমে পিকে জানান, 'শনিবার আলমেরিয়ার বিরুদ্ধে ম্যাচটিই ক্যাম্প ন্যুতে আমার শেষ ম্যাচ হতে চলেছে। আমি সকলকে জানাতে চাই যে আমার সফর শেষ করার সময় চলে এসেছে। বার্সার পরে আর অন্য কোনও দল নয়। আমি এরপর থেকে বার্সা ভক্ত হিসাবেই দলকে সমর্থন করব এবং আমার ছেলে বার্সার প্রতি আমার ভালবাসাটা এগিয়ে নিয়ে যাবে। তবে অন্য কোনওভাবে হলেও আমি আবার ফিরব।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/05/0cb8478b145181d8fe72b03a488fe5d16ca27.png?impolicy=abp_cdn&imwidth=720)
নিজের সোশ্যাল মিডিয়া এক ভিডিওর মাধ্যমে পিকে জানান, 'শনিবার আলমেরিয়ার বিরুদ্ধে ম্যাচটিই ক্যাম্প ন্যুতে আমার শেষ ম্যাচ হতে চলেছে। আমি সকলকে জানাতে চাই যে আমার সফর শেষ করার সময় চলে এসেছে। বার্সার পরে আর অন্য কোনও দল নয়। আমি এরপর থেকে বার্সা ভক্ত হিসাবেই দলকে সমর্থন করব এবং আমার ছেলে বার্সার প্রতি আমার ভালবাসাটা এগিয়ে নিয়ে যাবে। তবে অন্য কোনওভাবে হলেও আমি আবার ফিরব।'
10/10
![স্পেনের জাতীয় দল থেকে আগেই অবসর নিয়েছিলেন পিকে। তাই বিশ্বকাপেও খেলবেন না তিনি। সেই কারণেই বিশ্বকাপের আগেই অবসর ঘোষণা করলেন স্পেনের তারকা ডিফেন্ডার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/05/a348a3b1d85c60c1e7b3af4c9112ff3139a71.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
স্পেনের জাতীয় দল থেকে আগেই অবসর নিয়েছিলেন পিকে। তাই বিশ্বকাপেও খেলবেন না তিনি। সেই কারণেই বিশ্বকাপের আগেই অবসর ঘোষণা করলেন স্পেনের তারকা ডিফেন্ডার।
Published at : 05 Nov 2022 11:55 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)