এক্সপ্লোর
T20 World Cup: কার্তিক থেকে উমরান, টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াইয়ে কে কে রয়েছেন?

কার্তিক ও উমরান মালিক হয়েছেন তালিকায়
1/10

ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে সুযোগ পেয়েছেন অর্শদীপ সিংহ। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি।
2/10

পাঞ্জাব কিংসের জার্সিতে দেখা গিয়েছে অর্শদীপকে। নতুন বল হোক বা ডেথ ওভার। সবেতেই বাজিমাত করেছেন এই তরুণ। আইপিএলে মাত্র ১০ উইকেট ঝুলিতে পুরলেও ইকনমি রেট ও বোলিংয়ের বৈচিত্র্যের জন্য প্রশংসা পেয়েছেন অর্শদীপ।
3/10

তালিকায় রয়েছেন কুলদীপ যাদবও। কলকাতা নাইট রাইডার্স থেকে দিল্লি ক্য়াপিটালসে যোগ দিয়েই ছন্দ খুঁজে পেয়েছেন কুলদীপ।
4/10

সদ্য শেষ হওয়া আইপিএলে মোট ২১ উইকেট ঝুলিতে পুরেছেন এই চায়নাম্যান। দীর্ঘদিন পরে ফের জাতীয় দলে কুলচা জুটিকে দেখতে পাওয়া যাবে। বিশ্বকাপের লক্ষ্যে ভাল পারফর্ম করতে চাইবেন কুলদীপও।
5/10

এবারের আইপিএলে সবচেয়ে আলোচিত নাম উমরান মালিক। গতি দিয়ে ব্যাটারদের পর্যদুস্ত করেছেন সানরাইজার্স হায়দরাবাদের তরুণ পেসার।
6/10

নিয়মিত দেড়শো কিলোমিটারের বেশি গতিতে বল করে নির্বাচকদের নজরে এসেছেন উমরান মালিক। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলের তুরুপের তাস হতে পারেন উমরান।
7/10

যুব বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পরই আইপিএলে পাঞ্জাব কিংসের জার্সিতে সুযোগ চলে এসেছিল। এরপর লখনউ সুপারজায়ান্টস এই মরসুমের আগে রবি বিষ্ণোইকে দলে নিয়ে নেয়।
8/10

লখনউয়ের জার্সিতে ১৩ উইকেট নিয়েছিলেন আইপিএলে। তরুণ এই লেগস্পিনারও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ঢুকে পড়তে পারেন।
9/10

অভিজ্ঞ দীনেশ কার্তিক এই তালিকায় অবশ্যই থাকবেন। আরসিবির জার্সিতে এই মরসুমে ফিনিশারের ভূমিকায় বারবার দেখা গিয়েছে এই তারকা উইকেট কিপার ব্য়াটারকে।
10/10

আইপিএলের মাঝে কার্তিক নিজেই বলেছিলেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপ তিনি খেলতে চান। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সই ৩৭ বছরের কার্তিকে বিশ্বকাপের দলে ঢোকার অন্য়তম দাবিদার করে তুলেছে।
Published at : 31 May 2022 06:49 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
