এক্সপ্লোর
Indian Cricket: পাঁচজন ভারতীয় ক্রিকেটার, যাঁরা ব্যক্তিগত বিমানেই বিদেশে পাড়ি দেন মাঝেমাঝেই
Cricketers Own Private Jets: এই তালিকায় নবতম সংযোজন হার্দিক পাণ্ড্য। বরাবরই লার্জার দেন লাইফ জীবনযাত্রা বঢোদরার অলরাউন্ডারের।
বিরাট কোহলি
1/10

২ বারের বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এই তালিকায় আছেন। দেশের জার্সিতে কম বেশি সব আইসিসি ট্রফিই অধিনায়ক হিসেবে জিতেছেন ধোনি।
2/10

ধোনির বাইক প্রীতির কথা সবার জানা। তাঁর সংগ্রহে অসংখ্য বাইক রয়েছে। তবে সূত্রের খবর, ব্যক্তিগত একটি প্রাইভেট জেটও রয়েছে মাহির। যা নিয়ে মাঝে মাঝেই বিদেশ পাড়ি দেন তিনি। যার আনুমানিক মূল্য ২৬০ কোটি।
Published at : 13 Jun 2025 06:56 PM (IST)
আরও দেখুন






















