এক্সপ্লোর
Asia Cup 2023 Final: এশিয়া কাপ ফাইনালে স্বপ্নের বোলিং স্পেলে একাধিক রেকর্ডের মালিক মহম্মদ সিরাজ়
Mohammed Siraj: শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে স্বপ্নের বোলিং করে ২১ রানের বিনিময়ে ছয় উইকেট নেন সিরাজ়।

এশিয়া কাপের ফাইনালে সিরাজের স্বপ্নের স্পেলে (ছবি: বিসিসিআই এক্স)
1/8

image এশিয়া কাপের ফাইনালে রবিবাসরীয় কলম্বো সাক্ষী থাকল মহম্মদ সিরাজ় ঝড়ের। একাই শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিলেন তারকা ভারতীয় বোলার।
2/8

ইনিংসের চতুর্থ ওভারে সিরাজ়় চার উইকেট নিয়ে শ্রীলঙ্কান ইনিংসের কোমড় ভেঙে দেন। তিনিই প্রথম ভারতীয় বোলার যিনি ওয়ান ডেতে এক ওভারে চার উইকেট নিলেন।
3/8

মাত্র ১৬ বলে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন সিরাজ়। এটি বিশ্বরেকর্ড। শ্রীলঙ্কান কিংবদন্তি চামিণ্ডা ভাসের কৃতিত্বে ভাগ বসালেন সিরাজ়।
4/8

সিরাজ়ের ২১ রানের বিনিময়ে ছয় উইকেটই কোনও বোলারের শ্রীলঙ্কার বিরুদ্ধে সেরা বোলিং পরিসংখ্যান। তিনি ওয়াকার ইউনিসের ২৬ রানের বিনিময়ে ছয় উইকেট নেওয়ার রেকর্ড ভাঙলেন।
5/8

এর আগে কেবলমাত্র আশিস নেহরার দখলেই দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ওয়ান ডেতে ছয় উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল। সেই কৃতিত্বেও ভাগ বসালেন সিরাজ়।
6/8

তাঁর দৌরাত্ম্যেই ভারতীয় দল সবথেকে কম বলে (১৫.২ ওভার) প্রতিপক্ষকে আউট করতে পারল। এর আগে বাংলাদেশকে ১৭.৪ ওভারে আউট করেছিল ভারত।
7/8

এই ম্যাচেই ৫০টি ওয়ান ডে উইকেট নেওয়ার গণ্ডি পার করে ফেললেন সিরাজ়। তিনি ২৯টি ম্যাচে আপাতত ৫৩ উইকেট নিয়েছেন।
8/8

এশিয়া কাপের ইতিহাসে এই নিয়ে মাত্র দ্বিতীয়বার কোনও দলের হয়ে দশ উইকেটই নিলেন দলের বোলাররা। সিরাজ় বাদেও হার্দিক এদিন তিন উইকেট নেন।
Published at : 17 Sep 2023 07:06 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
