এক্সপ্লোর
Ashes Series: অ্যাশেজের প্রথম দিনই নাটক, ভাঙল ১২৯ বছরের রেকর্ড, অশ্বিনকে ধাওয়া করছেন স্টার্ক
Australia vs England: প্রথম দিনই জমে উঠেছে অ্যাশেজ় সিরিজ়ের প্রথম টেস্ট।
প্রথম দিনই দুরন্ত স্টার্ক ও স্টোকস। - IANS
1/10

১৯। পারথে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড অ্যাশেজ় সিরিজ়ের প্রথম দিন যতগুলো উইকেট পড়ল। ১৯০৯ সালের পর অ্যাশেজ়ে কোনও টেস্টে একদিনে এত উইকেট পড়েনি। সেবার ম্যাঞ্চেস্টারে প্রথম দিনে দুই দল অল আউট হয়ে গিয়েছিল।
2/10

তবে অ্যাশেজ় সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ধরলে পারথে সবচেয়ে বেশি উইকেট পড়ল। এর আগে ১৮৮৮ সালে সিডনিতে অ্যাশেজের একমাত্র টেস্টে প্রথম দিন ১৮ উইকেট পড়েছিল। ১৮৯৬ সালে অ্যাশেজ় সিরিজ়ের প্রথমম টেস্টে লর্ডসেও পড়েছিল ১৮ উইকেট।
Published at : 21 Nov 2025 09:42 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















