এক্সপ্লোর
Dinesh Karthik Murali Vijay: 'বেস্ট ফ্রেন্ড' কার্তিকের স্ত্রীর সন্তানের বাবা বিজয়! ভারতীয় ক্রিকেটের বেনজির বিতর্ক
Indian Cricket Team: নেপথ্যে রয়েছে বন্ধুত্ব, প্রেম ও প্রতারণার টানটান চিত্রনাট্য। যা হার মানাবে সিনেমার গল্পকেও।

ডিকে-কার্তিকের বন্ধুত্বে কেন ছেদ পড়েছিল? - ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবি
1/10

একটা সময় তাঁরা ছিলেন একে অপরের 'বেস্ট ফ্রেন্ড'। সেই দীনেশ কার্তিক ও মুরলী বিজয়ের মধ্যে এখন মুখ দেখাদেখি বন্ধ। কেন?
2/10

নেপথ্যে রয়েছে বন্ধুত্ব, প্রেম ও প্রতারণার টানটান চিত্রনাট্য। যা হার মানাবে সিনেমার গল্পকেও।
3/10

ছোটবেলার বান্ধবী নিকিতা বাঞ্জারার সঙ্গে প্রেম, বিয়ে ডিকে-র। ২০০৭ সালে দুজনে সাত পাকে বাঁধা পড়েন। কার্তিকের বয়স তখন মাত্র ২১। রূপকথার মতো ছিল সেই বিয়ে।
4/10

তবে পরে বিরাট ধাক্কা খান কার্তিক। জানতে পারেন, তাঁর ঘনিষ্ঠ বন্ধু মুরলী বিজয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে স্ত্রী নিকিতার।
5/10

পরিস্থিতি এমনই দাঁড়ায় যে, মুরলী বিজয়ের সন্তান গর্ভে ধারণ করেন নিকিতা। যা জানাজানি হতেই ২০১২ সালে নিকিতার সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন ডিকে।
6/10

তবে এ নিয়ে কখনওই কার্তিক বা মুরলী বিজয় প্রকাশ্যে মুখ খোলেননি। কেউই কোনও প্রতিক্রিয়া দেননি।
7/10

দুজনই নতুন করে জীবন শুরু করেন। ডিকে বিয়ে করেন স্কোয়াশ তারকা দীপিকা পাল্লিকলকে।
8/10

অন্যদিকে মুরলী বিজয় নিকিতাকে স্ত্রীর সম্মান দেন। বিয়ে সারেন দুজনে।
9/10

নিকিতার সঙ্গে তিক্ততা সরিয়ে রেখে দীপিকাকে নিয়ে এখন সুখে কাটছে ডিকের দিন। দম্পতিকে বিভিন্ন অনুষ্ঠানে খোশমেজাজে দেখা যায়।
10/10

যদিও কার্তিক ও বিজয়ের কাহিনি ভারতীয় ক্রিকেটের অন্যতম বিতর্কিত ঘটনাগুলির মধ্যে একটি হয়ে থেকে গিয়েছে। ছবি - ইনস্টাগ্রাম
Published at : 14 Aug 2024 11:05 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
খবর
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
