এক্সপ্লোর
IND vs BAN 2nd Test: দ্বিতীয় টেস্টের আগে কানপুর পৌঁছল ভারতীয় দল, বিরাটদের জন্য রয়েছে এলাহি খাবার দাবারের আয়োজন
India vs Bangladesh: ২৭ তারিখ থেকে শুরু হবে ভারত ও বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ।
কানপুরে পৌঁছলেন কোহলিরা (ছবি: পিটিআই)
1/9

দুই বছর পর আবার কানপুরে বসছে আন্তর্জাতিক ক্রিকেটের আসর। ২৭ সেপ্টেম্বর থেকে ভারত ও বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচটি আয়োজিত হবে কানপুরে।
2/9

আজই উত্তরপ্রদেশের ইন্ডাস্ট্রিয়াল হাবে ভারতীয় খেলোয়াড়রা পৌঁছে গিয়েছেন। কানপুরে নয়দিন মতো থাকার কথা খেলোয়াড়দের। এই সময়ে দুই দলের তারকাদের জন্য এলাহি খাবারের বন্দোবস্ত করা হচ্ছে।
3/9

কী থাকছে খেলোয়াড়দের মেন্যুতে? খবর অনুযায়ী খেলোয়াড়দের ডায়েটের কথা মাথায় রেখে খাবার দাবার যেমন থাকছে, তেমনই আবার যারা স্থানীয় খাবার দাবার খেতে আগ্রহী, তাঁদের জন্যও মেন্যুতে বিশেষ বন্দোবস্ত থাকছে।
4/9

খবর অনুযায়ী ভারত ও বাংলাদেশের ম্যাচের জন্য যে মেন্যু নির্ধারিত করা হয়েছে, তাতে মটন নিহারি, খামারি রুটি, কাকোরি কেবাব, মটন গালৌটির মতো স্থানীয় খাবারদাবারও থাকছে।
5/9

দুই দলের রান্নাবান্নার জন্য বলরাম সিংহ প্রধান শেফের দায়িত্বে তো থাকছেনই, পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও চারজন শেফ যারা অতীতে বাংলাদেশি দলের হয়ে খাবার আয়োজন করেছেন, তাঁদেরও শহরে আমন্ত্রণ জানানো হয়েছে।
6/9

এছাড়াও মেন্যুতে নরওয়ের স্যালমন, ল্যাম্ব চপ রয়েছে। এছাড়াও খেলোয়াড়দের ডায়েটের কথা মাথায় রেখে নারকেলের দুধ থেকে তৈরি দই, বিশেষ সোয়াবিন দুধ থাকছে বলে জানান বলরাম সিংহ।
7/9

ভারতীয় খেলোয়াড়দের হোটেলে তিলক লাগিয়ে স্বাগত জানানো হয়েছে।
8/9

অপরদিকে, বাংলাদেশি ক্রিকেটারদের ফুল দিয়ে স্বাগত জানানোর কথা রয়েছে।
9/9

ভারতীয় দল বর্তমানে সিরিজ়়ে ১-০ এগিয়ে রয়েছে। কানপুরে জিতে তাঁরা ওপার বাংলার দলকে হোয়াইটওয়াশ করতে পারবে কি না, সেটাই দেখার বিষয়। ছবি-পিটিআই/পিক্সেল/বিসিসিআই
Published at : 24 Sep 2024 07:16 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
খুঁটিনাটি






















